ব্রিটেনে বিপ্লবের ডাক দিলেন রাসেল ব্রান্ড

Russell Brand ব্রিটেনের পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারের কাছ থেকে ক্ষমতা দখলের জন্য শান্তিপূর্ণ ও শক্তি প্রয়োগ ছাড়াই আনন্দপূর্ণ বিপ্লবের ডাক দিয়েছেন রাসেল ব্রান্ড। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত ৫০ হাজার লোকের এক সমাবেশে ‘বিগ ব্রাদার বিগ মাউথ’ অনুষ্ঠানের উপস্থাপক রাসেল এ ডাক দেন। এসময় তিনি জানান, ব্রিটেনের সরকার ব্যবস্থার ওপর তার আস্থা চলে গেছে। বর্তমান এমপিরা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধিত্ব করে না।
গত বছর বর্তমান সরকার ব্যবস্থা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না এমন অভিযোগে পিপল অ্যাসেম্বলি গঠন করেন রাসেল ব্রান্ড। মূলত তার এক বছর পূর্তি উপলক্ষে ওই পার্লামেন্টমুখি অভিযাত্রার আয়োজন করা হয়। অভিযাত্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। অভিযাত্রাটি বিবিসির কার্যালয় থেকে শুরু হয়ে পার্লামেন্ট ভবনের সামনে এসে শেষ হয়। শুরুর সময় অনেকেই বিবিসির ভবনের দিকে তাকিয়ে বলতে থাকে,  ‘এই প্রতিষ্ঠানটি ব্রিটেনের যেসব নাগরিকের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে তাদের কথা তুলে ধরছে না।’
ভাষণ দেয়ার সময় পার্লামেন্ট ভবনের দিকে আঙ্গুল নির্দেশ করে রাসেল বলেন, ‘এই ভবনটির মানুষগুলো (পার্লামেন্ট সদস্য) আর আমাদের প্রতিনিধিত্ব করে না। তারা তাদের বণিক বন্ধুদের প্রতিনিধিত্ব করে। এখনোই সময় ক্ষমতা ফিরিয়ে নেয়ার।’
রাসেল ব্রান্ড তরুণদেরকে ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি ভোট দিই না। আমি আশা করবো আপনারাও ভোট দেয়া থেকে বিরত থাকবেন।’
তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমাদের সদস্য সংখ্যা এবং প্রভাব এমন একটা পর্যায়ে যাবে যে বিবিসি কিংবা সরকার কেউই আমাদের অবহেলা করতে পারবে না।’
সমাবেশে রাসেল এ বছরের শেষ দিকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button