সাগরের ১.৮ কিলোমিটার নিচে স্বর্নের সন্ধান!

Goldজার্মান বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি সাগরের এক হাজার ৮৫০ মিটার গভীরে উত্তপ্ত স্থান খুঁজে পেয়েছেন যেখানকার তাপমাত্রা ৩৭৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোনার অস্তিত্ব রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের। অস্ট্রেলিয়ার এক হাজার ৭৫০ কিলোমিটার পূর্বের দেশ ভানুয়াতুর কাছে প্রশান্ত মহাসাগরের নীচে এই স্থানের সন্ধান পান জার্মানির ‘ইনস্টিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস’ বা বিজিআরসহ আরো দু’টি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা একটি রোবোটের সহায়তায় সাগরতলের ‘ব্ল্যাক স্মোকার’-এর তাপমাত্রা ৩৭৮ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেন। এর আগে আটলান্টিক মহাসাগরের নীচে একটি স্থানের তাপমাত্রা সর্বোচ্চ ৪০৩ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছিল। ব্ল্যাক স্মোকার হচ্ছে সাগরতলের একটি ছিদ্র যেখান থেকে বিভিন্ন খনিজ সমৃদ্ধ উচ্চমাত্রার পানি নির্গত হয়। এসব খনিজ মিলে সেখানে তিন-চার মিটার উচ্চতার একটি ‘চিমনি’ তৈরি হয়। জার্মান বিজ্ঞানীরা সেই ব্ল্যাক স্মোকারের পানির তাপমাত্রা পরিমাপ করা ছাড়াও সেই পানিতে কপার-জিংকের আকরিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন, যেখানে সোনা থাকতে পারে বলে তাদের ধারণা। বিজিআর-এর বিজ্ঞানী উলরিশ সোয়ার্ৎস-শামপেরা বলছেন, যে স্থানের কথা বলা হচ্ছে সেখানকার মালিক ভানুয়াতু সরকার এবং তারা ইতিমধ্যে সোনার সন্ধানের জন্য কন্ট্রাক্টর নিয়োগ দিয়েছে। বিজিআর-এর শুধু গবেষণা করার অনুমতি আছে বলেও জানান তিনি। সূত্র : ডয়েচে ভেলে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button