তেজগাঁওয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪

রাজধানীর তেজগাঁওয়ে হার্ডওয়্যারের দোকানে আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মোতালেব নামের ওই শিশুর মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান।১২ বছর বয়সী মোতালেব তেজগাঁওয়ের মাহফুজ সুইং অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্মচারী ছিল। বুধবার দুপুরে এখানে আগুন লেগে ১১ জন দগ্ধ হয়।মোতালেবের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান।এর আগে দুপুরে ৩০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেই মারা যান একই ঘটনায় দগ্ধ খলিলুর রহমান ও শফিউল আজম।পার্থ শংকর পাল জানান, দুপুর ১টার দিকে খলিলুর রহমান (৩৬) এবং দেড়টার দিকে শফিউল আজম (৪৫) মারা যান।এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই ঘটনায় দগ্ধ আব্দুল লতিফ (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়।এ ঘটনায় দগ্ধ আরো সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।তারা হলেন- মাহমুদুল হাসান (৩৭), জহিরুল ইসলাম (৬০), মো. মাসুদ (২৫),জাকির (২৫), উজ্জ্বল (২৫), শাম্মী আকতার (১৯) ও ইফফাত আরা ইয়াসমিন (১৯)।বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তেজগাঁও মহিলা কলেজের পাশের ওই হার্ডওয়্যার দোকানে আগুন লাগে।দগ্ধদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী ও নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইফফাত আরার পা পুড়ে গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button