বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে জনসভা করার ঘোষণা ১৮ দলের

বগুড়া জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে যেকোনো মূল্যে জনসভা করার ঘোষণা দিয়েছে বগুড়া জেলা ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে জোট এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোট নেতারা। জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, বিগত পাঁচ বছর আমরা সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এসেছি। এবারও শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার উদ্দেশ্যে শুক্রবার বিকেল ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা আহবান করা হয়েছে। এজন্য সকল প্রকার নিয়ম কানুন মানা হয়েছে এবং প্রশাসনের সর্বস্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী বানচাল করতে আওয়ামীলীগ বুধবার সন্ধ্যায় একই স্থানে জনসভা আহবান করে। একারণে জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টায় পুর্ব ঘোষিত জনসভার কর্মসূচী যেকোনো মূল্যে আলতাফুন্নেছা খেলার মাঠে সফল করা হবে। আওয়ামীলীগকে আর ছাড় দেয়া হবে না। এজন্য আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। জনসভা করতে যত মুল্য দিতে হয় আমরা দিব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জামায়াতের আমীর মোঃ শাহাবুদ্দিন, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, জেলা জাগপার সভাপতি আমির হোসেন মন্ডল, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারী মুফতী আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা মোঃ শোকরানা, মীর শাহে আলম সহ জোটের অন্যান্য নেতা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button