প্রথম প্রেসিডেন্টের ব্যাখ্যা দিলেন রফিকুল

মেজর জিয়াউর রহমান দেশের প্রথম প্রেসিডেন্ট- খালেদা জিয়ার এই বক্তব্যের ব্যাখ্যা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ২৬শে মার্চ থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত মেজর জিয়াউর রহমান এদেশের প্রেসিডেন্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই সত্য অস্বীকার করার কোন সুযোগ নেই। দেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যে একথাই বুঝিয়েছেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই ছিলেন না-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ গ্রেপ্তারকৃত সব জাতীয় নেতার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দেশে গভীর সংকট চলছে— উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের সমাধান চাইলে নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। রফিকুল ইসলাম বলেন, অগণতান্ত্রিক সরকারকে হটাতে আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন মানে ভাঙচুর নয়, জ্বালাও পোড়াও নয়। আন্দোলন মানে জনমানুষের সম্পৃক্ততায় গণঅভ্যুত্থান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button