৪৬টি হজ এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সৌদি আরবের

আদম পাচারের অভিযোগ থাকায় সৌদি আরব ৪৬টি বাংলাদেশী হজ এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এজেন্সির মাধ্যমে হাজি পাঠানো যাবে না বলে জানিয়েছে সৌদি আরব।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম সোমবার ইউএনবিকে বলেন, তদন্তের পর আদম পাচারের সাথে এসব সংস্থাকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।
সৌদি সরকার রমজান মাসের আগেই তাদের কাছ থেকে জবাব পেতে চাইছে। এজেন্সিগুলোর নাম জানা যায়নি।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রতি বছর হজ করতে যেয়ে কিছু বাংলাদেশী ফিরে আসেন না। কিছু কিছু হজ এজেন্সি এর সাথে জড়িত বলে জানা গেছে।
ওই সূত্র জানায়, সরকার হজ এজেন্সিগুলোর ব্যাপারে কঠোর হচ্ছে।
উপসচিব জানান, সরকার ইতোমদ্যে কয়েকটি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। ১৯৩টি এজেন্সির বিচার চলছে।
তিনি বলেন, আদম পাচারের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button