ব্যাংকের সুদের হার কর্তন করা হবে
ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর বলেছেন যে, তারা ‘হেসে-খেলে’ অর্থাৎ অত্যন্ত সহজেই সুদের হার কর্তন করতে পারবেন আগামী নীতি নির্ধারনী সভাগুলোতে, যেহেতু গত বছর যুক্তরাজ্যে মূল্যস্ফীতি হ্রাসে দ্রুত অগ্রগতি হয়েছে। থ্রেডনিডল স্ট্রিট কয়েক মাসের মধ্যে ঋনের ব্যয় কর্তনের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে, এই মর্মে একটি সিগনাল লাভের প্রেক্ষিতে গভর্নর এন্ড্রু বেইলী বলেন, আমার সভাগুলো হেসে খেলেই হচ্ছে। আমরা প্রত্যেকবারই নতুন সিদ্ধান্ত নিচ্ছি।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক গত বৃহস্পতিবার তাদের উপর্যুপরি পঞ্চম সভায় সুদের হার ৫.২৫ শতাংশে বহাল রাখেন। তবে এর রেইট সেটিং মনিটরি পলিসি কমিটি বলেছে, মূল্যস্ফীতি হ্রাসের অনুপ্রেরনাদায়ী লক্ষনসমূহ পরিলক্ষিত হচ্ছে, যা ভবিষ্যতে সুদের হার কর্তনের দুয়ার খুলে দিতে পারে।
অফিশিয়াল পরিসংখ্যানে দেখা গেছে, গ্রেট ব্রিটেন খুচরো বিক্রি বিশ্লেষকদের ফেব্রুয়ারীর ধারনাকে অতিক্রম করেছে। সিটি ইকোনোমিস্টগন মাসব্যাপী ০.৩ শতাংশ বিক্রি হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন। ফেব্রুয়ারী ছিলো রেকর্ড অনুযায়ী সবচেয়ে বৃষ্টিবহুল মাস। দক্ষিণ ইংল্যান্ডে এসময় দুই বারের বেশী গড়পড়তা বৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলেন, পরিসংখ্যান এই মর্মে ইংগিত দিয়েছে যে, গৃহস্থালীগুলো প্রত্যাশার চেয়ে বেশী খরচা-ব্যয় বজায় রেখেছে। এটা যুক্তরাজ্যের অর্থনীতির জন্য ইতিবাচক লক্ষন, যা গত বছরের শেষ দিকে মন্দায় চলে গিয়েছিলো।
অবশ্য গৃহস্থালীয় অর্থনীতি উর্ধ্বমুখী সুদের হার ও নিত্যপন্যের উচ্চতর মূল্যের দরুন চাপের মধ্যে রয়েছে। স্টকব্রোকার এজে বেল- এর প্রধান অর্থনৈতিক বিশ্লেষক ড্যান্নি হিউসন বলেন, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। রিটেইল সেক্টর সম্ভবত: আগামী কয়েক মাস বায়বীয়ভাবে কম সচ্ছল ও আঘাতের ক্ষেত্রে অধিকতর অরিক্ষত অনুভব করার কারনে এমনটি ঘটবে।
পরিস্থিতি সম্পর্কে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে: আমরা যা দেখছি, তা আমার নিকট উৎসাহব্যঞ্জক।