ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। শুক্রবার বাদ ফজর তাবলীগ জামাতের পাকিস্তানের মাওলানা ইসমাইল মুফতির আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
দেশি-বিদেশি লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের জন্য ৩৯টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। অংশ নিয়েছেন ৩২টি জেলার মুসল্লিরা। ইতিমধ্যে অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমাস্থলে হাজির হয়েছেন।
এ ছাড়া জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও এর আশপাশের হাজার হাজার মুসল্লি সকাল থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমার ময়দানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমার সার্বিক নিরাপত্তায় হেলিকপ্টার টহলসহ নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
দ্বিতীয় পর্বের ইজতেমায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী রবিবার।
এর আগে গত ৯ জানুয়ারি শুরু হয় ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং শেষ হয় ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button