কওমি মাদরাসার খসড়া নীতিমালা দারুল উলুম দেওবন্দের চিন্তাধারার পরিপন্থী

সরকার কওমি মাদরাসাকে স্বীকৃতি দেয়ার জন্য সরকার যে খসড়া নীতিমালা প্রকাশ করেছে তা দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা ও উছুলে হাশ্তগানা পরিপন্থী। এ নীতিমালার ভিত্তিতে কওমি মাদরাসার স্বীকৃতি দেয়া হলে, অচিরেই কওমি মাদরাসা শিক্ষাধারা চাকরিমুখী ও বস্তুবাদমুখী শিক্ষা ধারায় রূপান্তরিত হবে। দেশের প্রখ্যাত ৬১ জন আলেম এক যৌথ বিবৃতিতে একথা বলেন।
বিবৃতিতে বলা হয়, এই খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে ধর্মমুখী, আল্লাহমুখী শিক্ষাধারা শেষ চিহ্নটুকুও বিলুপ্ত হয়ে যাবে। যারা স্বীকৃতি নেয়ার জন্য উদগ্রীব তাদেরকে এ উদ্যোগ ও বাংলাদেশ থেকে দ্বীনী শিক্ষাধারা বিলুপ্ত করার ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য বিবৃতিদাতারা আহবান জানান।
বিবৃতিতে আলেমগণ সরকার ও দেশবাসীকে চিহ্নিত, বিতর্কিত ও লেবাসধারী কিছু আলেমের অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নাস্তিক্যবাদ সমর্থনকারী সরকারের দালালদের এই উদ্যোগে দেশের কোনো আলেম-ওলামা ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসীর সমর্থন নেই।
বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী হবিগঞ্জ, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম, আল্লামা মুস্তফা আজাদ, আল্লামা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ, আল্লামা আবদুল জব্বার, আল্লামা খলীলুর রহমান হামিদী শায়খে বরুনা মৌলভী বাজার, মাওলানা আবুল ফাতাহ, মাওলানা মাহফূযুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা উবায়দুর রহমান মাহবূব বরিশাল, মাওলানা আনোয়ারুল করীম যশোর, মাওলানা ইয়াসিন ঠাকুরগাঁও, মাওলানা মুনীর্জুামান বাইতুন নুর মাদরাসা ঢাকা, মাওলানা আব্দুল হামিদ মধুপুর মুন্সীগঞ্জ, মাওলানা সাজেদুর রহমান বি-বাড়ীয়া, মাওলানা মাসউদুল করিম টঙ্গী, মাওলানা নুরুল ইসলাম তেরাবাজার শেরপুর, মাওলানা ইসমাঈল নরসিংদী, মাওলানা তৈয়ব ঢাকা, মাওলানা সাঈদ নূর মানিকগঞ্জ, মাওলানা নূরুল ইসলাম খিলগাঁও, মুফতী নূরুল আমীন নারায়ণগঞ্জ, মুফতী উমর ফারুক মাদানী নগর, মাওলানা আনাস হাটহাজারী, মাওলানা আব্দুল হামীদ কুষ্টিয়া, মাওলানা মজদুদ্দীন সিলেট, মাওলানা যাকারিয়া সিলেট, মাওলানা আব্দুল বারী মৌলভী বাজার, মাওলানা গিয়াস উদ্দীন মৌলভী বাজার, মাওলানা মঞ্জুরুল ইসলাম ইসলামবাগ, মাওলানা জহুর আলী হবিগঞ্জ, মাওলানা মুস্তাক আহমাদ খুলনা, মাওলানা হেলাল ফরিদপুর, মাওলানা আমিনুর রহমান পাবনা, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা আইনুদ্দীন বালিয়া মোমেনশাহী, মাওলানা আবু তাহের বি.বাড়ীয়া, মাওলানা আব্দুল হক নওগাঁ, কারী আব্দুল আউয়াল নওগাঁ, মাওলানা আফজাল হোসেন দিনাজপুর, মাওলানা জামালুদ্দীন রাজশাহী, মাওলানা আমিরুল ইসলাম বাগেরহাট, মাওলানা জিয়াউল হক নেত্রকোনা, মুফতী আবু তাহের কাসেমী নেত্রকোনা, মুফতী শামসুদ্দীন মেলান্দহ জামালপুর, মাওলানা আনওয়ার হোসাইন সুনামগঞ্জ, মাওলানা নূরুল হক কুমিল্লা, মাওলানা নো’মান কুমিল্লা, মাওলানা সিরাজুল ইসলাম চাঁদপুর, মাওলানা আবু বকর নোয়াখালী, মাওলানা আব্দুল হক কক্সবাজার, মাওলানা সানাউল্লাহ রাঙ্গামাটি, মাওলানা আব্দুল হক কাওসারী পটুয়াখালী, মাওলানা আব্দুর রহমান বরগুনা, মাওলানা মুহিউদ্দিন ভোলা, মাওলানা খলিলুর রহমান ঝালকাঠি, মাওলানা মুস্তাফিজ পিরোজপুর, মাওলানা কাজী জাবের মাগুরা, মাওলানা আব্দুল হালিম নড়াইল, মাওলানা ইয়াকূব বগুড়া, মাওলানা আব্দুল সাত্তার জকিগঞ্জ সিলেট প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button