বিশিষ্ট গবেষক লেখক সৈয়দ মোস্তফা কামালের দাফন সম্পন্ন

বাংলাদেশের বিশিষ্ট লেখক শেকড় সন্ধানী গবেষক সৈয়দ মোস্তফা কামালের নামাজে জানাজা শনিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল(র.)মাজার মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।পরে দরগাহ সংলগ্ন গোরস্তানে তার লাশ দাফন করা হয়।জানাজায় যোগ দেন তাঁর অসংখ্য পাঠক কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনিতিক, জনপ্রতিনিধি ও আত্মীয় স্বজন। জানাজাকে কেন্দ্র করে পুরো দরগাহ জুড়ে অজস্র মানুষের ভীড় ছিল। শেষ বারের মত তাকে একবার দেখার জন্য দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেন তার ভক্তরা। নামাজে জানাজায় ইমামতি করেন তার জামাতা সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। এর আগে বেলা সাড়ে ১২টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে তার লাশ আনা হয়। সংসদের সভাপতি হারুনুজ্জামান চৌধুরী লাশ গ্রহণ করেন। এসময় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কেমুসাসের দোয়া শেষে দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সেলিম আউয়ালের পরিচালনা বক্তব্য রাখেন হারুনজ্জাম্মান চৌধুরী, আব্দুল হামিদ মানিক, আতাউর রহমান পীর ও জামাতা শাহিনুর পাশা চৌধুরী।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় নগরীর উপশহরস্থ নিজ বাসভবনে সর্বজন শ্রদ্ধেয় এই কৃতী লেখক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। তার মৃত্যুতে সিলেটের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গভীর রাত অবধি তার বাসভবনে ভীড় করেন লেখক-কবি, সাংবাদিক ও তার আত্মীয়-স্বজনরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button