গোবিন্দগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ আহত ৩০

১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিছিল , অবরোধ , হামলা ,ককটেল বিস্ফোরণ , ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ১ জন সাংবাদিকসহ ৩০জন আহত হয়েছে। রোববার সকাল ৮টায় বিএনপি হরতালের সমর্থনে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। সাড়ে ৮টায় জামাত-শিবির কর্মীরা রংপুর-বগুড়া মহাসড়কের হেলি-প্যাড এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে বেরিকেড দেয়। ১০ টার দিকে শিবির কর্মীরা কমোরপুরে পুলিশের একটি পিক-আপে হামলা চালিয়ে ভাংচুর চালায়। সাড়ে ১০ টার দিকে মহিমাগঞ্জ বাজারে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে ঘণ্টাকাল ব্যাপী সংঘর্ষে মাইজার রহমান, আনারুল, শাহ আলম, কান্দুরা, সাইদুর,সাদ্দাম, শহিদুল ও এনটিভির জেলা প্রতিনিধি সহ ৩০জন আহত হয়েছে।  এর মধ্যে মাইজার রহমানের অবস্থা আশংকা জনক। এসময় আওয়ামীলীগের লোকেরা বিএনপি সমর্থকদের ৫টি দোকান ভাংচুর সহ ৩০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পুলিশ , র্যা ব ও বিজিবি মহিমাগঞ্জ বাজারে টহল দেয়। সাড়ে ১২ টার দিকে বিএনপি আবারো গোবিন্দগঞ্জ পৌর শহরে হরতালের সমর্থনে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করে। ১টার দিকে আওয়ামীলীগ হরতালের বিরুদ্ধে একটি মিছিল বের করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button