বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মইনুল ইসলাম ছিলেন এমনই একজন আদর্শ শিক্ষাগুরু

Moinul Islamযে সমাজ শিক্ষকের মর্যাদা দিতে জানে, সে সমাজই নিজেকে মর্যাদাবান করতে পারে ।একজন আদর্শ শিক্ষক নিজে ও নিজের সুযোগ্য অনুসারিদের মাধ্যমে দেশ ও জাতিকে আলোর দিকে নিয়ে যান । আর সদ্য প্রয়াত সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মইনুল ইসলাম ছিলেন এমনই একজন আদর্শ শিক্ষাগুরু, বলে মনে করেন তার স্বরনে আয়োজিত শোক সমাবেশের বক্তারা । যুক্তরাজ্যের লীডস শহরের ব্রিটিশ বাংলাদেশীরা গত ৯ই ডিসেম্ভর সোমবার সিলেট বিভাগ শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদ্যপ্রয়াত মোঃ মইনুল ইসলামের স্বরনে একটি শোক সমাবেশ ও দোয়া মাহফিনের আয়োজন করেন ।লীডসের বাংলাদেশী কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশের সভাপতি ও সেন্টারের চেয়ারম্যান মোঃ আফজল হুসেন লিডসের বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে প্রয়াত প্রিন্সিপাল মইনুল ইসলামের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।বাংলাদেশী সেন্টারের ডাইরেক্টর মল্লিক ওয়াহিদ আহমেদের পরিচালনায় অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন মরহুম প্রিন্সিপাল মইনুল ইসলামের ছাত্র এবং গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল ইউকে-এর সাবেক চেয়ারম্যান মনসব আলী জেপি ।তিনি তার শিক্ষকের স্মৃতি রক্ষার্থে উদ্দ্যোগ নেওয়ার জন্য মরহুমের  সকল আত্নীয় স্বজন, ছাত্রছাত্রী ও গুনগ্রাহীদের উদ্যোগী হতে আহবান জানান ।সমাবেশে প্রধান বক্তা বিশিষ্ট শিল্প উদ্দ্যোক্তা সাংবাদিক সঈদ চৌধুরী প্রিন্সিপাল মইনুল ইসলামের সাথে তার দীর্ঘ পরিচয়ের সৃতিচারণ করে মরহুমের জীবনের বিভিন্ন উল্লেখ যোগ্য দিক তুলে ধরেন ।অনুষ্টানে শিক্ষাবিদ মইনুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আরো বক্তব্য রাখেন লিডস সিটি কাউন্সিলের অন্যতম কাউন্সিলার রফিক আহমেদ, সেন্টারের সাবেক চেয়ারম্যান হাজী ওয়াইস মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ আহমদ আলী,মল্লিক হুসেন আহমেদ হাসনু,জমিয়তে ইসলাম ইউরোপের সহঃ সভাপতি মৌঃ শেখ আবু তাহের ফারুকি ,লীডস বিএনপি সভাপতি জাহেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সোহেল ছাড়াও কমিউনিটি নেতা শাহবির আলম কোরেশী,মোঃ সুহেল আহমদ,শাহীন আহমদ সেলিম, মোঃ মজনু মিয়া,আকিক আহমদ ও জাহাঙ্গির আলম প্রমুখ । হাফিজ মৌলামা মুস্তাক আহমদের তেলাওয়াতের মাথ্যমে শুরু হওয়া অনষ্ঠানে প্রিন্সিপাল মইনুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান সৈয়দ জাবের আহমেদ ।মরহুমের পুত্র সাংবাদিক এস এম জাকারিয়া এবং এম জি কিবরিয়া পরিবারের পক্ষ থেকে লীডস বাসীকে ধন্যবাদ জানান ।শেষে হযরত মৌলানা শেখ আবু তাহের ফারুকির পরিচালনায় প্রিন্সিপাল মইনুল ইসলামের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয় ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button