দুই দিনের সফরে মাহাথির মোহাম্মদ ঢাকায়

Mahatirদুই দিনের বেসরকারি সফরে বাংলাদেশে এসেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার সকাল ১০টার দিকে মাহাথির মোহাম্মদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সের (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তনে যোগ দিতে তিনি বাংলাদেশে এসেছেন।
এদিকে মাহাথির মোহাম্মদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন শেখ হাসিনা। স্ত্রীকে নিয়ে নৈশভোজে যোগ দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
মাহাথির মোহাম্মদের সঙ্গে তার স্ত্রী সিতি হাসমাহ মো. আলী, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শামসুল আকমার বিন মুসা কামাল এবং বাংলাদেশে মালয়েশিযার রাষ্ট্রদূত নরলিন ওথম্যান উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। মাহাথির মোহাম্মদ সামপ্রতিক সময়ে বাংলাদেশ প্রভূত উন্নতি বিশেষ করে অবকাঠামো খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গমাধ্যমকে জানিয়েছেন।
শাকিল জানান, এ সময় শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানী নয়, তার সরকার সারাদেশের উন্নয়নে কাজ করছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করায় গ্রাম থেকে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ তথ্যপ্রযুক্তি খাতে ‘ব্যাপক’ উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button