অবৈধ ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযানে ২৮০ জন আটক
ইউকের অভিবাসন প্রশাসন ‘অপারেশন ইক্যুয়ালাইজ’-এর অধীনে চলছে অবৈধ ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী রেইড, যেখানে জুলাই মাসের ২০ থেকে ২৭ তারিখের মধ্যে ১,৭৮০ জনকে আটক ও জিজ্ঞাসা করা হয়েছিল। এর মধ্যে ২৮০ জনকে আটক করা হয়েছে। ৫০ জনেরও বেশি আটক ব্যক্তির আশ্রয় অনুদান (asylum support) পর্যালোচনার আওতায় রয়েছে, পুনরায় বিচার হতে পারে বলে জানানো হয়েছে।
সরকার অবৈধ মাইগ্রেশন ঠেকাতে ডেলিভারি কোম্পানিগুলিকে কর্মীর অভিবাসন অবস্থানের যাচাই করতে বাধ্য করছে। পাশাপাশি ৫১টি প্রতিষ্ঠানকে সিভিল জরিমানা নোটিশ দেয়া হয়েছে এবং ৭১টি যানবাহন (৫৮টি ই-বাইক সহ), ৮,০০০ পাউন্ড নগদ ও ৪৬০,০০০ পাউন্ড মূল্যের অবৈধ সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে।
সরকারী তথ্য অনুযায়ী, অভিবাসন আইন প্রয়োগের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৫ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হয়েছে



