ইউরোপীয় পার্লামেন্টের রিপোর্টের নিন্দা জানিয়েছে তুরস্ক

সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভূক্তির বিরোধিতা করে তৈরী একটি প্রতিবেদন অনুমোদন করেছে। তুরস্ক এটাকে ভিত্তিহীন এবং বিকৃত ও পক্ষপাতদুষ্ট অভিযোগের ভিত্তিতে তৈরী বলে নিন্দা জানিয়েছে। তুরুস্কের পার্লামেন্ট গত বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘তুর্কী রিপোর্ট ২০২৩-২০২৪’ দেশটির বিকৃত, পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন অভিযোগ সন্নিবেশিত হয়েছে।
এতে আরো বলা হয়, ‘আমরা একটি প্রতিষ্ঠানের ভিত্তিহীন মূল্যায়নসমূহ প্রত্যাখ্যান করছি, যাতে সন্ত্রাসী সংগঠন ও গ্রুপ সমূহের মিথ্যা প্রচারনার ক্ষেত্র তৈরী করেছে, যারা তাদের স্বার্থে তুর্কী বিরোধী মনোভাব গ্রহন করেছে। যারা আমাদের দেশের রাজনৈতিক গতিশীলতা, আমাদের বৈদেশিক নীতি এবং আমাদের প্রেসিডেন্টের টার্কিশ রিপাবলিক অব নর্দান সাইপ্রাসে সফরের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গী পোষন করে।’ বিবৃতিতে আরো বলা হয়, ২০২৩-২০২৪ তুর্কী রিপোর্ট আজ (৭ মে) গৃহীত হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) প্লেনারি সেশনে, যাতে তুরস্কের বিরুদ্ধে বিকৃত, বিদ্বেষমূলক ও ভিত্তিহীন অভিযোগ বিদ্যমান।
বিবৃতিতে এই মর্মে প্রত্যাশা ব্যক্ত করা হয় যে, আগামী দিনগুলোতে ইউরোপীয় পার্লামেন্ট তাদের এই দায়িত্বটুকু পালন নিশ্চিত করবে যে, ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের সম্পর্ক, এর সঙ্গে তার ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভূক্তির বিষয়টি যেনো পারস্পরিক ফায়দার ভিত্তিতে রক্ষিত হয়।
ইউরোপীয় পার্লামেন্টের ৩৬৭ সদস্য রিপোর্টটির পক্ষে ভোট প্রদান করে। অপরদিকে এর বিরুদ্ধে ভোট দেয় ৭৪ জন। ভোটদানে বিরত থাকে ১৮৮ সদস্য। রিপোর্টটি তৈরী করেন র‌্যাপোর্টিয়ার নাকো সাঞ্চেজ অ্যামোর।
ইউরোপীয় পার্লামেন্টের অবাধ্যকরী প্রস্তাবনায় বলা হয়, তুরস্ক সরকারের গনতন্ত্রের ক্ষেত্রে পিছিয়ে পড়া, দেশটির ভূ-রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বকে পূরন করেনা এবং এটা ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্তির শর্তাবলীর সাথে সমঝোতার পর্যায়ে নেই। প্রস্তাবনাটি তুরস্কের প্রধান বিরোধী দল ‘রিপাবলিকান পিপলস্ পার্টির (সিএইচপি) সাথে তাল মেলায়। তাদের দাবী, গত মার্চে ইস্তান্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button