ইসরাইলকে বরাবরই তার বেআইনি কর্মকান্ডের জন্য পুরস্কৃত করা হয়েছে

গাজায় গণহত্যা বন্ধে বৈশ্বিক সংস্থাসমূহের ব্যর্থতার নিন্দা

স্রেব্রেনিকার ৩০ বছর পর গাজায় একটি বর্বর গণহত্যা সংঘটিত

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যুক্তরাষ্ট্রে তার সফর শুরু করেছেন। সপ্তাহান্তে তিনি অনেকগুলো দ্বীপাক্ষিক আলোচনায় অংশ নেবেন এবং ভাষণ দেবেন। এরদোগান মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের কথা। তিনি গণহত্যা বিশেষভাবে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব ব্যবস্থার ব্যর্থতার নিন্দা জানান।
তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সেগুলো স্পষ্টতই নৈতিক বিপর্যয়কর অবস্থায়। তিনি আরো বলেন, গত ৩৫২ দিন ধরে গাজায় যে গণহত্যা সংঘটিত হচ্ছে এতে এটাই দৃশ্যমান হচ্ছে।
গত রোববার নিউ ইয়র্কে টার্কিশ আমেরিকান স্টিয়ারিং কমিটি (টাস্ক) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এই তুর্কি নেতা ‘বিশ্ব ৫ টি দেশের চেয়েও বড়’ তার এমন মতাদর্শ তুলে ধরে বিশ্ব সংস্থার সংস্কারে উপর্যুপরি আহ্বান জানান। তিনি এখানে নিরাপত্তা পরিষদের ৫ সদস্য দেশের বিষয়টি ইঙ্গিত করেন, যেখানে পরাশক্তি সমূহ ছাড়া ইউরোপ সহ অন্যান্য দেশের ক্ষমতা দৃশ্যমান নয়।
একইভাবে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিন তিনি বক্তব্য রাখার কথা। এতে তিনি জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের ও অধিকসংখ্যক দেশের স্বীকৃতির জন্য আহ্বান জানানোর প্রত্যাশা। এ সময় তিনি গাজা যুদ্ধের বছর পূর্তিতে গাজায় ইসরাইলের নিষ্ঠুর অভিযান বন্ধে চাপ বৃদ্ধির জন্যেও আন্তর্জাতিক সম্প্রদায় সমূহের প্রতি আহ্বান জানানোর কথা রয়েছে।
এরদোগান বলেন, স্রেব্রেনিকার ৩০ বছর পর গাজায় একটি বর্বর গণহত্যা সংঘটিত হচ্ছে। এতে ১৯ লাখ মানুষ হামলার ফলে বাস্তুচ্যুত হয়েছে। এসব লোকজন কোনমতে বেঁচে থাকার চেষ্টা করছে, তাদের থাকার জন্য কোন বাড়িঘর নেই। যখন এসব ঘটছে তখন কিছু সাহসী লোক ছাড়া কোন সরকার দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। একইভাবে বৈশ্বিক সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ গজায় নিষ্ঠুরতা বন্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, ইসরাইলী হত্যাযজ্ঞ বন্ধে কোন পদক্ষেপ নেয়নি।
প্রেসিডেন্ট এরদোগান টাস্ক এর অনুষ্ঠানে বলেন, ইসরাইলকে বরাবরই তার বেআইনি কর্মকান্ডের জন্য পুরস্কৃত করা হয়েছে এবং এতে অধিকতর রক্তক্ষয়ী হামলা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button