স্পেনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বিষয়ক বৈঠক অনুষ্ঠিত
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সহ মুসলিম ও ইউরোপীয় দেশসমূহের বৈদেশিক মন্ত্রণালয়ের প্রধানগণ গত শুক্রবারে স্পেনের মাদ্রিদে আলোচনায় মিলিত হন। ইসরাইল ও ফিলিস্তিনি সংঘাত নিরসনে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় এ সংক্রান্ত আলোচনা করেন তারা। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সাঞ্চেজ বলেন, আমরা একসাথে সঠিক পদক্ষেপ নিরূপণ করতে চাই, যা আমাদেরকে এই লক্ষ্যে অগ্রসর হতে সক্ষম করবে।
এই সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে একটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একটি চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলোচনা বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোঃ মোস্তফা ছাড়াও মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং গাজা সংক্রান্ত আরব ইসলামিক কন্টাক্ট গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে আরব লীগ ও ওআইসি’র প্রধানগণও উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল এবং স্পেন ছাড়াও আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
স্পেনের শীর্ষ কূটনীতিক ও বৈঠকের মেজবান জোসে ম্যানুয়েল আলবেয়ারেস সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে একটি সুষ্ঠু ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিন ও ইসরাইল রাষ্ট্রের সহাবস্থান অর্জন জরুরী।
বৈঠকে ইসরাইলের অনুপস্থিতির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ এটা ইউরোপীয় গ্রুপ কিংবা আরব ইসলামিক কন্টাক্ট গ্রুপের অন্তর্ভুক্ত নয়। তবে তিনি এ বিষয়ে জোর দেন যে, যদি ইসরাইল দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনায় অংশ নেয়, তবে তিনি আনন্দিত হবেন। চলতি মাসের প্রথম দিকে সাঞ্চেজ ঘোষণা করেন যে, স্পেন ফিলিস্তিনের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন চলতি বছর শেষ হওয়ার আগেই অনুষ্ঠিত হবে।