আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫

ব্রিটিশ-বাংলাদেশিদের স্বীকৃতি দেবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন

বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী কাজ ও অনন্য অবদানের জন্য তরুণ ব্রিটিশ-বাংলাদেশি ও আইরিশ-বাংলাদেশিদের স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন। ‘Young British-Bangladeshi Trailblazers (Aged 18–40)’ শিরোনামে এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি তরুণদের অর্জনকে সম্মান জানানো হবে।
হাইকমিশন জানিয়েছে, মোট পাঁচটি বিভাগে আবেদন গ্রহণ করা হবে: শিক্ষা, ব্যবসা/বাণিজ্য, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প, খেলাধুলা, এবং সামাজিক ও কমিউনিটি সার্ভিস। প্রতিটি বিভাগ থেকে একজন করে নির্বাচিত হবেন।
যোগ্যতা: ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক, বয়স ১৮–৪০ বছরের মধ্যে (১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত)। যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্ব, উদ্ভাবন ও বাস্তব প্রভাবের প্রমাণ থাকতে হবে।
মূল্যায়নের মানদণ্ড: উদ্ভাবন ও মৌলিকতা, টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা (ESG Practices), অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, নেতৃত্ব ও নৈতিক মানদণ্ড, উল্লেখযোগ্য সাফল্য।
আবেদনপত্রে যা থাকতে হবে: সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ ২ পৃষ্ঠা), ব্যক্তিগত অবদান ও প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি (সর্বোচ্চ ৩০০ শব্দ), দুইটি রেফারেন্স বা সুপারিশপত্র (ঐচ্ছিক), প্রাসঙ্গিক নথি, লিংক বা সাফল্যের প্রমাণাদি।
আবেদন প্রক্রিয়া: আপনার সম্পূর্ণ আবেদন পাঠান এই ঠিকানায়: hc@bhclondon.org.uk, Subject line: Young British-Bangladeshi Trailblazers 2025 – [Category] আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৫ (যুক্তরাজ্য সময় রাত ১২টা পর্যন্ত)।
বাংলাদেশ হাইকমিশন তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছে—নিজের অর্জন উদযাপন করুন, সমাজকে অনুপ্রাণিত করুন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button