উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৬৯ বছর পর নিজস্ব কার্যালয়ে আওয়ামী লীগ

awamiপ্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নিজস্ব ভবন পেল দেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দৃষ্টিনন্দন ও আধুনিক সব সুযোগসুবিধা সম্পন্ন রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর নতুন দশতলা দৃষ্টিনন্দন ভবন হবে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আজ ২৩ জুন, শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীতও বাজানো হয়।
পরে শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে দেন। এছাড়া ১০তলা ভবনের সামনে বকুল ফুলের একটি চারাও লাগান তিনি।
দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শেখ হাসিনা ভবনে প্রবেশ করেন এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ দলের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১০তলা ভবনটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। কনফারেন্স হল, সেমিনার কক্ষ, ডিজিটাল লাইব্রেরি, নামাজ কক্ষ, অতিথি কক্ষ, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ক্যাফেটেরিয়া, ডরমিটরি, লিফট এবং গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে।
এছাড়া দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য আলাদা কক্ষ রয়েছে।
ভবনটির উপরের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য রয়েছে। ভবনটির সামনের দেওয়ালে লেখা রয়েছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান।
ভবনে যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের কার্যালয়ও রয়েছে। ভবনটির সাততলা পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল রোজ গার্ডেনে। কালের বিবর্তনে সেই আওয়ামী লীগ আজ দেশের বৃহৎ রাজনৈতিক দল। আন্দোলন-সংগ্রাম-ঐতিহ্যে দলটি পৌঁছেছে ইতিহাসের অনন্য এক উচ্চতায়। সময়ের ব্যবধানে প্রয়োজনের তাগিদে দলটিকে কার্যালয় পরিবর্তন করতে হয়েছে বেশ কয়েকবার।
রোজ গার্ডেন থেকে ১৯৫৩ সালে ৯ কানকুন লেনে, ১৯৫৬ সালে পুরান ঢাকায় ৫৬ সিমসন রোডে, ১৯৬৪ সালে ৯১ নবাবপুর রোডে, এরপরে সদরঘাটের রূপমহল সিনেমা হলের গলিতে, পুরানা পল্টনে কার্যালয় স্থানান্তরিত হয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম চলেছিল অনেকদিন। এরপর যায় সার্কিট হাউস রোডে।
১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের হাল ধরলে নানা বিবেচনায় আওয়ামী লীগের ঠিকানা হয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ। সেটাও আজ থেকে প্রায় ৩৭ বছর আগে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় নির্বাচন, দলটির ক্ষমতায় যাওয়া, সারাদেশে নেতাকর্মীদের সুসংগঠিত করাসহ সব পরিচালিত হয়েছে বঙ্গবন্ধু এভিনিউয়ের এ কার্যালয় থেকেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button