টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচন: যোগ্য প্রার্থীকে ভোট দেবো

Towerফরীদ আহমদ রেজা: টাওয়ার হ্যামলেটস বরায় ভোটযুদ্ধ শুরু হয়েছে। মূল কথায় যাওয়ার আগে পাঠকগণ দুটো সংলাপ পাঠ করুন।‎
এক.‎
– দোয়া করবেন, আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি।‎
– কিসের নির্বাচন?‎
– কাউন্সিল নির্বাচন।‎
– কোন পদে?‎
– কাউন্সিলার পদে।‎
– কোন প্যানেলে?‎
– লুৎফুর রহমান।‎
– লুৎফুর রহমান? তিনি কি নির্বাচন করছেন?‎
– না, তিনি না। তিনি ডেকে নিয়ে বললেন, এবার তোমার একটা চান্স এসেছে ‎কাউন্সিলার হবার। ‎
– এর মানে মেয়র প্রার্থী ওহিদ আহমদের প্যানেলে?‎
‎- হ্যাঁ, তাই।‎
– আপনার মতে জন বিগস, ওহিদ আহমদ এবং রাবিনা খান
– এ তিন জনের মধ্যে ‎‎কে বেশি যোগ্য।‎
– রাবিনা খান বেশি যোগ্য।‎
– তা হলে যোগ্য মেয়রপ্রার্থী বাদ দিয়ে ওখানে আপনি কেন গেলেন?‎
‎- সাবেক মেয়র লুৎফুর রহমান ডেকে নিয়ে বললেন, তাই গিয়েছি।‎
‎দুই.‎
‎- আপনাদের মেয়র নির্বাচনের খবর কী?‎
‎- আর কি খবর থাকবে? লেবার প্রার্থীর বিজয় নিশ্চিত।‎
‎- শুনলাম তো জন বিগস’র প্রার্থী হওয়া চ্যালেজ্ঞের মুখে?‎
‎- ও কিছু হবে না। জন বিগস ম্যানেজ করে নিবেন।‎
– বাঙালি প্রার্থীদের খবর কী?‎
– ডা আনোয়ারা আসার পর হিসাব-নিকাশ কিছুটা বদলে যাবে।‎
– কী রকম?‎
– তিনি ছিলেন লেবার পার্টির লোক। বনিবনা না হওয়ায় কনজারভেটিভ পর্টিতে চলে ‎‎গেছেন। কনজারভেটিভ পর্টির বেশ কিছু ভোট আছে এখানে। তিনি সে সব পাবেন। ‎তাঁর কিছু লেবার বন্ধু তাঁকে ভোট দেবে। কিছু বাঙালি ভোটও তিনি টানবেন।‎
– রাবিনা খান এবং ওহিদ আহমদ কেমন ভোট পাবেন?‎
– রাবিনা খান যোগ্য প্রার্থী। তাঁর জনসমর্থনও আছে। ওহিদ আহমদও অযোগ্য ‎নহেন। তারা দু জন এক হলে এবং সাবেক মেয়র লুৎফুর রহমান সমর্থন দিলে রাবিনা ‎খান পাশ করার সম্ভাবনা ছিল।‎
– সাবেক মেয়র লুৎফুর রহমান গতবারের মেয়রপ্রার্থী রাবিনা খানকে বাদ দিয়ে ওহিদ আহমদকে কেন ‎সমর্থন করছেন?‎
‎- তা বলতে পারবো না। মনে হয় কোন কারণে রাবিনা খানকে তিনি পছন্দ করেন ‎না।
‎- এর ফলে জন বিগস বিজয়ী হবার পথ পরিস্কার হচ্ছে, এটা কি তিনি বুঝেন না?‎
– বুঝবেন না কেন, এটা সবাই বুঝে। ওহিদ আহমদকে যারা দাঁড় করিয়েছেন তারা ‎মনে হচ্ছে জন বিগস’র পাশ নিশ্চিত করতে চাচ্ছেন। এখন ৩জন বাঙালি ‎‎মেয়রপ্রার্থী। সুতরাং জন বিগস হলিডে’তে চলে গেলেও তিনি নিশ্চিত পাশ করবেন।‎
এ সংলাপ বানানো কোন সংলাপ নয়, বাস্তব ঘটনা। পাঠক এ থেকে কী বুঝলেন? ‎
রাবিনা-ওহিদ-লুৎফুর
আমরা জানি, রাবিনা খান ২০১৫’র নির্বাচনে মেয়রপ্রার্থী ছিলেন। সাবেক লুৎফুর ‎রহমান-ই তাঁকে বাছাই করেছিলেন। রাবিনা খান সে নির্বাচনে মোট ২৫ হাজার ৭ শ’ ‎‎৬৩ ভোট পান যা ছিল প্রদত্ত ভোটের ৩৭.৮১% ভাগ। অবশ্য সেকেন্ড চয়েস যোগ ‎করার পর রাবিনা খানের প্রাপ্ত ভোট ছিল ২৬৩৮৪টি। পক্ষান্তরে প্রদত্ত ভোটের ৪০% ‎ভাগ পেয়ে লেবার দলের প্রার্থী জন বিগস নির্বাচনে বিজয়ী হন। ‎
সাবেক মেয়র লুৎফুর এবার নির্বাচনে না থাকলেও তিনি পরোক্ষভাবে সব কিছুতে ‎আছেন বলে বুঝা যায়। তাঁর দুটি নির্বাচনে ব্যক্তিগতভাবে আমি তাঁর পক্ষে পত্র-‎পত্রিকায় অনেক লেখোলেখি করেছি। আদালত তাঁকে বরখাস্ত করার পর আদালতের বিরুদ্ধে ‎পর্যন্ত লেখেছি। ২০১৫’র নির্বাচনে রাবিনা খান প্রার্থী হবার পর তাঁর পক্ষেও কলম ‎ধরেছি। তখন তাঁর যে সকল গুণাবলী ছিল সেগুলো এখনো আছে। এবার কি কারণে ‎লুৎফুর রহমান এবং তাঁর কিছু সমর্থক রাবিনাকে বাদ দিয়ে ওহিদ আহমদের পক্ষে ‎কাজ করছেন তা আমার বোধগম্য নয়। কোন দোষ না থাকলে আগে যিনি ২৬৩৮৪ ‎‎ভোট পেয়েছেন তাকে মেয়রপ্রার্থী না করা অপমানজনক ব্যাপার। যাদের ‎আত্মসম্মানবোধ আছে তারা এটা মেনে নিতে পারে না। ‎
রাবিনা খানের গত কয়েক বছরের কার্যক্রম পর্যালোচনা করে কেউ বলতে পারবেন না ‎তিনি অযোগ্য প্রার্থী। তবে, আমার ধারনা, রাবিনার দুটো দোষ আছে। প্রথমত তিনি ‎একজন মহিলা। বাঙালি সমাজের অনেকে মহিলাদের সম্মান করতে জানেন না। তারা ‎মনে করেন, মহিলারা কি নেতৃত্ব দেবে! অথচ আমরা জানি, বৃটেনে যারা বাংলাদেশী ‎রাজনীতির সাথে জড়িত তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ কোন না কোন ভাবে শেখ হাসিনা ‎অথবা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়ে রাজনীতি করেন। যাদের হাসিনা-‎খালিদা জিন্দাবাদ বলতে আপত্তি নেই তারা ‘মেয়েলোক’ বলে রাবিনা খানের প্রতি ‎নাক সিটকানো দেখলে হাসি পায়।
রাবিনা খানের দ্বিতীয় দোষ তিনি কারো ইয়েস-‎‎লেডি নয়। যারা পরোক্ষে থেকে নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্যে রাবিনা খান ‎উপযুক্ত মেয়র প্রার্থী হতে পারেন না। সাবেক মেয়র লুৎফুর ‎রহমান এবং তাঁর সমর্থক ‎‎লোকেরা হয়তো একজন জ্বি-হুজুর-মার্কা মেয়র চান। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে মনে ‎হয় তারা পছন্দ করেন না।
রাবিনা খান এবং ওহিদ আহমদ পরাজিত হলে সাবেক ‎‎মেয়র লুৎফুর রহমানের কোন লাভ-ক্ষতি নেই।আদালত তাঁকে, অন্যায় ভাবে, পাঁচ বছরের জন্যে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে।   কিন্তু ক্ষতি হবে কমিউনিটির – এ ‎সহজ হিসাবটা আমাদের বুঝতে হবে।‎
রাবিনা খানের অভিযোগ
রাবিনার সার্জারিতে গিয়ে ওহিদ আহমদ তাঁকে অপমান করে এসেছেন, এটা রাবিনার ‎অভিযোগ। অপরদিকে ওহিদ আহমদ এবং তাঁর সঙ্গী বলছেন, রাবিনা তাদের সাথে ‎‎দুর্ব্যবহার করেছেন। তারা এটাও বলেছেন, রাবিনা খান ওখানে সার্জারি করেন তা ‎তাদের জানা ছিল না। গত আট বছর ধরে রাবিনা খান সেখানে সার্জারি চালান। ‎একজন পুরানো কাউন্সিলার ওহিদ আহমদ বা তাঁর সঙ্গী তা জানেন না, এ কথা ‎কতটুকু বিশ্বাসযোগ্য?
মেনে নিলাম, তারা জানেন না। ভদ্রতার দাবি হলো, জানার পর ‎‘সরি’ বলে বেরিয়ে আসবেন। তারা তা না করে রাবিনা খানের সাথে ‘অধিকার’ নিয়ে ‎বিতর্ক শুরু করেছেন। রাবিনা খান বলেছেন, তারা তাকে ‘দেখিয়ে দেবেন বলে আঙ্গুল ‎নাচিয়ে হুমকি’ও দিয়েছেন। যাদের মধ্যে পুরুষতান্ত্রিক মনোভাব আছে তাদের ভাষার ‎সাথে আমরা পরিচিত। তাই তাদের পক্ষে সেটা করা অসম্ভব কিছু নয়। তারা
হয়তো ‎মনে করেন, প্রতিপক্ষ একজন মহিলা মেয়রপ্রার্থীর অফিসে বিনা প্রয়োজনে এবং বিনা ‎অনুমতিতে ঢুকে পড়ে গরম গরম কথা বলে বেরিয়ে আসা খারাপ কোন ব্যাপার নয়।
এ ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে রাবিনা খান অভিযোগ করেছেন। ‎বিস্ময়ের ব্যাপার হচ্ছে, কেউ কেউ অভিযোগ করাকেও রাবিনা খানের অপরাধ ‎হিসেবে দেখছেন। একজন আমার অফিসে এসে আমাকে শাসাবেন। আর আমি এর ‎প্রতিবাদ করলে আপনি আমাকে ‎দোষবেন, আমরা জানি না এটা কোন্ ধরণের ‎ইনসাফ? ‎
রাবিনা খানের যোগ্যতা
একটা অন-লাইন বাংলা নিউজ পোর্টালে দেখলাম, রাবিনা খানের যোগ্যতা নিয়ে প্রশ্ন ‎উত্থাপন করা হয়েছে। ওই সাংবাদিক মনে হয় বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন। এখন ‎যারা রাবিনা খানের চেয়ে অন্য কাউকে যোগ্য বলছেন, তারাই কিন্তু দু বছর আগে ‎রাবিনা খানকে মেয়র পদের জন্যে সবচেয়ে যোগ্য প্রার্থী বলে কেম্পেইন করেছেন। এ ‎‎দু বছরে রাবিনা খান এমন কী কাজ করেছেন যার ফলে তিনি অযোগ্য হয়ে পড়লেন?‎
রাবিনা খানের অতীত সাফল্যের মধ্যে রয়েছে ‘ইউরোপিয়ান ডাইভারসিটি এওয়ার্ড ‎‎২১০৪’ লাভ। হিরো অব দ্য ইয়ার- ক্যাটাগরিতে বিজয়ী রাবিনা চুড়ান্ত ভাবে ‎সর্টলিস্টেড আট জনের সাথে প্রতিযোগিতা করেন,যার মধ্যে ছিলেন আইটিভি ‎‎(আইটিএন) এর ম্যানেজিং এডিটর ও হেড অব ডাইভারসিটি রবিন এলিস এবং ‎অভিনেত্রী ফান্সিসকা মার্টিনজ। রাবিনা খানের নেতৃত্বে কাউন্সিলের সোস্যাল হাউজিং ‎‎(ওশেন এস্টেট) সানডে টাইমস বেস্ট এওয়ার্ড লাভ করে। রাবিনা খান ইউরোপিয়ান ‎ইনফু¬য়েন্স অব মুসলিম উইম্যান এওয়ার্ডের জন্য ২০১০ সালে সর্টলিস্টেড হন। এর ‎প্রস্তাবকারী ছিলেন বিবিসি-র একজন এডিটর।
রাবিনা খান আয়সাস রেইনবো নামে একটি উপন্যাসের লেখিকা। এছাড়াও তিনি ‎ফরেন অফিসের একটি ডকুম্যান্টারীর স্ক্রিপ্ট এডভাইসার (২০০৬), বিবিসি এবং ‎আইটিভি-র ফ্রি ল্যান্স ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন ‎চ্যানেল ফোর ( টিএন ম্যাগাজিন) এবং আর্ট কাউন্সিলের সাথে। তিনি গুড ওয়াইফ ‎সহ দুটি সর্ট ফিল্ম নির্মান করেছেন। যার স্পনসর ছিলো সিক্সটিন ফিল্ম।  ‎‎২০০৯ সালে ফরেন অফিসের প্রতিনিধি দলের সাথে রাবিনা খান বাংলাদেশ সফর ‎করেন। এটি ছিলো উগ্রপন্থা বিরোধী কর্মসূচীর একটি অংশ। তিনি ২০১২ সালে ‎রয়েল সোসাইটি অব আর্টস-এ বিবিসি রেডিও ফোর এর জন্য মালটি ‎কালাচারালিজমের ওপর বক্তৃতা করেন।  ‎
রাবিনা খান তরুন বয়সে ডকল্যান্ডে কমিউনিটি সেইফটি অফিসার হিসেবে তার ‎কর্মজীবন শুরু করেন (১৯৯৪)। তিনি সরকারের রিজেনারেশন কর্মসূচী এবং স্থানীয় ‎কাউন্সিলের সোস্যাল কেয়ার ও এডুক্যাশন সেক্টরে সাফল্যের সাথে কাজ করেন। তিনি ‎এক সময়ের সুপরিচিতি বেথনালিগ্রিন সিটি চ্যালেনজ প্রজেক্ট-এ ওইমেন এবং বিএমই ‎কমিউনিটির ইয়ুথ এমপাওয়ারিং প্রজেক্টের ম্যানেজম্যান্টে যুক্ত ছিলেন।  ‎রাবিনা ২০১০ সালে প্রথমে লেবার পার্টি থেকে কাউন্সিলার নির্বাচিত হন, পরে পাটি ‎কর্তৃক মনোনিত হওয়ার পরও লুৎফুর রহমানকে মেয়র পদে ডিসিলেক্ট করায় রাবিনা ‎খান তার সাথে পার্টি ত্যাগ করেন। ২০১০ সালে লুৎফুর রহমান মেয়র নির্বাচিত হওয়া ‎পর টাওয়ার হ্যামেলসের হাউজিং ক্যাবিনেট সদস্য হিসেবে তিনি কাজ করেছেন। ‎বৃটেনে ১ম কোনো মুসলিম বা এশিয়ান নারী এমন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
পর ‎পর দু বছর সারা বৃটেনে সোস্যাল হাউজ নির্মানে সেরা পুরস্কার হিসেবে প্রায় ৫০ ‎মিলিয়ন পাউন্ড পুরস্কার পায় কাউন্সিল,যার সরাসরি নেতৃত্বে ছিলেন রাবিনা। সে সময়  ‎টাওয়ার হ্যামলেটসে চার হাজারের বেশী সোস্যাল হাউজ নির্মান করা হয়। ‎
মেয়র পদের জন্যে জন বিগস, রাবিনা খান, ডা আনোয়ারা এবং ওহিদ আহমদ – এ ‎চারজনের কেউ অযোগ্য নয়।  তবে দেখা দরকার কে বেশি যোগ্য এবং কে মেয়র ‎হলে কমিউনিটির স্বার্থ বেশি রক্ষিত হবে। ভোট একটি পবিত্র আমানত। নিরপেক্ষ ‎বিবেচনায় ভোটারগণ যদি আগামী নির্বাচনে রাবিনা খানকে টাওয়া হ্যামলেটস’র ‎‎মেয়র পদের জন্যে সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করেন তা হলে তাদের অবশ্যই তাঁকে ‎‎ভোট দেয়া উচিত। কে পাশ করবেন এবং কে পরাজিত হবেন সে বিবেচনা এখানে ‎‎গৌন। কে তাঁকে সমর্থন করছেন এবং কে তাঁর বিরুদ্ধে, সেটাও কোন প্রশ্ন হতে পারে ‎না। অপরের কথায় নয়, নিজের সিদ্ধান্ত নিজে নেবো। আমার ভোট আমি দেবো এবং ‎সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেবো।‎
লন্ডন, ৭ মার্চ ২০১৮

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button