যুক্তরাজ্যের সিভিনিং বৃত্তিধারীদের ৩০ বছর পূর্তি

Cheveningবিশ্বনেতৃতে অনবদ্য অবদান রাখার ক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে দেশটির মর্যাদাপূর্ণ সিভিনিং বৃত্তিধারীদেরকে একত্রিত করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রনালয় ও কমনওয়েলথ। ৯ জুলাই ৩০ বছর পূর্তি উপলক্ষে ১১৮টি দেশের ৫০০ এর বেশি সিভিনিং বৃত্তিধারীরা একত্রিত হন।
এ সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুনডুর ডেবিও গুনলুগসন, সোশ্যাল রিসার্চ সেন্টার’র প্রফেসর ড. হানিয়া এল সোলকেমিসহ জনপ্রিয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুগো সোয়্যার বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের ব্যবসা ও রাজনীতিতে সিদ্ধান্তকারীরা এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো কাছাকাছি আসতে পারবে। সিভিনিং স্কলারশিপের মাধ্যমে এ সফলতা পরিলক্ষিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমি আশা করছি- এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী  শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
জর্ডান থেকে আসা সিভিনিং অ্যালুমনি নারট দোহজকা বলেন, জ্ঞান ও নেতৃত্ব দানে কিভাবে সামনে থেকে কাজ করা যায় তা সিভিনিং স্কলারশিপ তৈরি করতে বিরাট ভূমিকা রাখে। যুক্তরাজ্যের সঙ্গে অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে তাৎপর্যপূর্ণ  যোগাযোগ তা এ স্কলারশিপ ভূমিকা রাখে বলেও জানান এ অ্যালুমনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button