চেলসিতে যে কোনো সময় কোচ ছাঁটাই

chelseaস্ট্যামফোর্ড ব্রিজে নিজের বিদায়ঘণ্টা কি শুনতে পাচ্ছেন আন্তনিও কন্তে? ব্রিটিশ মিডিয়ার খবর সঠিক হলে যেকোনো মুহূর্তে বরখাস্তের খক্ষ নেমে আসতে পারে তার ওপর। ইংলিশ প্রিমিয়ার লীগে ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাওয়া চেলসিকে কিছুতেই যে টেনে তুলতে পারছেন না কন্তে।
গত সপ্তাহে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে পরাভূত হওয়া চেলসিকে সোমবার আরেকটি দুঃস্বপ্নের রাত উপহার দিল ওয়াটফোর্ড। এবার ওয়াটফোর্ডের মাঠ থেকে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯৯৫ সালের পর এই প্রথম লীগে টানা দুই ম্যাচে তিন গোলের ব্যবধানে হারল ব্ল–জরা।
লীগে জোড়া হারের আগে এফএ কাপেও নিউক্যাসলের কাছে ৩-০ গোলে হেরেছিল চেলসি। দুঃসময়ের ছোবলে ড্রেসিংরুমের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছেন কন্তে। দলের সিনিয়র খেলোয়াড়রা নাকি সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন কোচের বিরুদ্ধে। সোমবার ওয়াটফোর্ড ট্রাজেডির পর কন্তেও ধুয়ে দিয়েছেন তার শিষ্যদের। প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের ব্যক্তিত্ব ও মানসিকতা নিয়ে।
তবে চাকরি হারানোর প্রবল শঙ্কা থাকলেও এ নিয়ে নির্ঘুম রাত কাটাতে নারাজ কন্তে, ‘আমি আমার চাকরি নিয়ে উদ্বিগ্ন নই। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকায় রাতে ঘুমাতে আমার কোনো সমস্যা হবে না। প্রতিদিন দলের জন্য ১২০ ভাগ উজাড় করে দিই। এটা যদি যথেষ্ট হয় ভালো আর যদি না হয়, তাহলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে ক্লাব। জীবন থেমে থাকবে না।’
গত পরশু রাতে প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হয় চেলসি। ৩০ মিনিটে বাকায়েকো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ৪২ মিনিটে পেনাল্টি থেকে ওয়াটফোর্ডকে এগিয়ে দেন ট্রয় ডিনি। ৮২ মিনিটে ইডেন হ্যাজার্ড সমতায় ফেরান চেলসিকে। এরপরই ঝড়ের কবলে পড়ে ব্ল–জরা। শেষ ছয় মিনিটে জানমাত, দেউলোফেউ ও পেরেইরার তিন গোলে চেলসিকে লজ্জায় ডুবিয়ে জয়োৎসবে মাতে ওয়াটফোর্ড। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রয়েছে চেলসি। -ওয়েবসাইট

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button