তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান যুক্তরাজ্য বিএনপির

UK BNPবিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচারে বাংলাদেশের হাইকোর্টে দেয়া নিষেধাজ্ঞার রায় প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য বিএনপি। অবৈধ সরকারের নির্দেশে বিচারক এ রায় দিয়েছেন অভিযোগ করে গণমাধ্যমকে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছে দলটির নেতারা। একইসঙ্গে, শেখ হাসিনা হটাও আন্দোলন সফল করতে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন তারা।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় ইস্ট লন্ডনের ব্রিকলেনে সোঁনারগাও রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনায় প্রভাবিত হয়ে হাইকোর্টের দেয়া রায় গণবিরোধী। বাংলাদেশের মুক্তিকামী আপামর জনতা, প্রবাসী বাংলাদেশী এবং যুক্তরাজ্য বিএনপি প্রত্যাখ্যান করছে। একইসঙ্গে, বাংলাদেশের গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বাকশালী সরকারের নির্দেশনা মানবেন না। ভবিষ্যত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা জনগণের কাছে পৌঁছে দিন। গণআন্দোলনে অংশীদার হয়ে গণচরিত্র ধারণ করুন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এ লড়াইয়ে ভূমিকা রেখে ইতিহাসের অংশ হোন। আওয়ামী রাজাকারদের পক্ষ ত্যাগ করুন।
বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজপথ দখলে রাখুন। বাকশালী শেখ হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যান। আমরা বাংলাদেশের দেশপ্রেমিক মিডিয়া, প্রবাসের বাংলা মিডিয়া এবং বিশ্বগণমাধ্যমের সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিবো। যুক্তরাজ্য বিএনপি বাংলার মুক্তিকামী মানুষের দোরগোড়ায় আন্দোলনের সঠিক তথ্য পৌঁছে দিতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। অনলাইন পোর্টাল, অনলাইন টিভি, স্কাইপ, ভাইবারে আপনারা আন্দোলনের নির্দেশনার সঠিক তথ্য পেয়ে যাবেন। বিভ্রান্ত হবেন না। জয় আমাদের অবশ্যম্ভাবী।
লিখিত বক্তব্যে বলা হয়, আমরা ব্রিটেন সরকারসহ বিশ্ব সমপ্রদায়ের কাছে দাবি জানাই- অবিলম্বে বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী ও গণহত্যাকারী, অবৈধ দখলদার শেখ হাসিনার অপসারণে চলমান গণআন্দোলেনর প্রতি আপনারা সমর্থন দিন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা রেড এলার্ট জারি করুন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পেতে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে সহযোগিতা করুন। একইসঙ্গে, মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিতে হিউম্যান রাইটস ওয়াচ, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। তিনি বলেন, বাংলার মানুষ যখন মুক্তির লড়াইয়ে অবতীর্ণ, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের বাকস্বাধীনতা ও বেগম খালেদা জিয়ার চলাফেরার স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনের গ্যারান্টি কেড়ে নিয়েছে আওয়ামী ফ্যাসিবাদী অবৈধ সরকার। বাংলাদেশের গণমানুষ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আমরাও বিশ্বজুড়ে কর্মসূচি পালন করছি। শিগগিরই শেখ হাসিনার অবৈধ শাসনের ইতি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোহাম্মদ আখতার হোসেন, মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, তাহির চৌধুরী পাভেল, তাজউদ্দীন, হেলাল নাসিমুজ্জামান, করিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন সেলিম, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, যুবদল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নাসির আহমেদ শাহীন ও সদস্য সচিব মো. আবুল হোসেন, জাসাস যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিপু, ইমদাদ হোসেন টিপু, মেজবাহ উজ্জামান সোহেল, আফজাল হোসেন, সুরমান খান, আবুল হাসনাত রিপন, রফিকুল ইসলাম সজীব, আকমল হোসেন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button