আল-আজহার মসজিদের ইমামের সঙ্গে পোপের বৈঠক

Popকায়রোর আল-আজহার মসজিদের প্রধান ইমামের সঙ্গে বৈঠক করেছেন পোপ ফ্রান্সিস। বিবিসি জানায়, রোমান ক্যাথলিক চার্চ ও আল-আজহার মসজিদের মধ্যে পাঁচ বছর আলোচনা স্থগিত থাকার পর সুন্নি মুসলিমদের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে রোমান ক্যাথলিক কর্তৃপক্ষের এই আলোচনা পুনরায় শুরু হলো।
আল-আজহার মসজিদের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব প্যারিসে অনুষ্ঠিতব্য মুসলিম ও ক্যাথলিকদের যৌথ আয়োজনে একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ভ্যাটিকান সফর করেন।
২০১১ সালে পোপ বেনেডিক্টের কিছু মন্তব্যের কারণে আল-আজহার কর্তৃপক্ষ দুই ধর্মের শীর্ষ পর্যায়ের ওই আলোচনা স্থগিত করেছিল।
আল-আজহার কর্তৃপক্ষের ভাষ্য, পোপ বেনেডিক্ট মুসলিমদের সম্পর্কে “নেতিবাচক বিবৃতি দিয়েছেন এবং তার পুনরাবৃত্তিও করেছেন।”
গত সোমবার আধাঘণ্টার বৈঠকের পর পোপ ফ্রান্সিস বলেন, যা হয়েছে তার সবটুকুই ছিল গুরুত্বপূর্ণ।
“এই বৈঠকই বার্তা”, যোগ করেন তিনি।
২০০৬ সালে পোপ বেনেডিক্ট ১৪শ’ শতকের বাইজেন্টাইন সম্রাটের মন্তব্য উদ্ধৃত করার পর আল-আজহার ও ভ্যাটিকানের মধ্যে সম্পর্কে তিক্ততার সূচনা হয়।
ওই উদ্ধৃতির মধ্য দিয়ে ‘ইসলাম হিংসাত্মক ধর্ম’ পোপ এমনটাই আভাস দিতে চেয়েছেন বলে মুসলিমদের একটি অংশ মনে করেন।
পোপ বেনেডিক্ট অনেকবারই বলেছেন, ওই উদ্ধৃতি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না।
ভ্যাটিকানের একজন মুখপাত্র বলেন, শেখ তাইয়েব এবং পোপ ফ্রান্সিসের মধ্যকার বৈঠক ছিল “খুব আন্তরিক।”
তিনি আরো বলেন, দুই শীর্ষ ধর্মীয় নেতা উপহার বিনিময় করেন, পরস্পরকে আলিঙ্গন করেন এবং মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘাত-উত্তেজনা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button