বিশ্ব অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের জামদানি

Jamdaniবাংলাদেশের ঐতিহ্যবাহী  জামদানি পোশাককে বিশ্ব অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। আজারবাইজানের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক কমিটির ৮ম বৈঠকে  এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটি বিভিন্ন দেশে থেকে পাওয়া ৩১ টি প্রস্তাব যাচাই-বাছাই করে ২৩ টি প্রস্তাব গ্রহণ করে এবং ৮ টি প্রস্তাব নাকচ করে। কমিটি বাংলাদেশের ‘ঐতিহ্যবাহী জামদানি বুনন শিল্প’ শীর্ষক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
স্মরনাতীতকাল থেকে  চলে আসা অলিখিত রীতি-ঐতিহ্য, নাচ-গান-বাদ্যযন্ত্র সহ বিভিন্ন ধরনের ললিত কলা, সামাজিক রেওয়াজ,আচার-অনুষ্ঠান ও উৎসব, প্রকৃতি সম্পর্কিত লোকজ জ্ঞান, ঐতিহ্যের সাথে সম্পর্কিত সামগ্রী প্রস্তুতির জ্ঞান ও  দক্ষতা ইত্যাদি বিষয় অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের  অর্ন্তভুক্ত।
এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল সঙ্গীত মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পায়।
বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি  শহিদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, জামদানি বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা  খাতুন এই আন্তর্জাতিক সমাবেশে অংশগ্রহন করছেন। সম্মেলনটি আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button