প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

PMসৌদি আরব দুই ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের সফররত আন্তর্জাতিক বিষয়ক উপ-মন্ত্রী ড. আহমেদ ফাহাদ আল-ফাহাইদ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, সৌদি উপ-মন্ত্রী বলেছেন অল্পসংখ্যক বাংলাদেশী সৌদি আরবে কাজ করছে। এতে আমরা সন্তুষ্ট নই। আমরা বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চাই। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা খুবই কঠোর পরিশ্রমী এবং বিশ্বস্ত। তারা সৌদি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ড. ফাহাদ বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের একটি সুগভীর ইতিহাস রয়েছে।
বাংলাদেশ থেকে পুনরায় শ্রমিক নিয়োগ শুরু করার জন্য প্রধানমন্ত্রী সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সৌদি আইন-কানুন ও ভাষার ওপর আমরা শ্রমিকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি। যাতে তারা সেখানে গিয়ে কোন সমস্যার সম্মুখীন না হয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কারিকুলামসহ যৌথ প্রশিক্ষণ প্রদানে এগিয়ে আসার জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। শেখ হাসিনা উপ-মন্ত্রীর মাধ্যমে সৌদি আরবের নতুন বাদশাহকে আবারও অভিনন্দন জানান।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button