লেভেল প্লেইং ফিল্ড পেলে বিএনপি নির্বাচনে যাবে : মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছন্ন হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ এখন একটি স্ফুলিঙ্গের অপেক্ষায়। আর গণবিস্ফোরণে সে স্ফূলিঙ্গ যেকোনো সময় দেখা দিতে পারে। তিনি বলেন, যদি নির্বাচন করতে হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ পেলে বিএনপি নির্বাচনে যাবে। কারণ বিএনপি একটি নির্বাচনমুখী দল। তবে সে নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। ২৪ অক্টোবরের পর দেশে গণবিস্ফোরণ ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এমবিএ এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত তারেক রহমানের রাজনৈতিক চিন্তাপ্রসূত ‘আগামীর বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ম্যাব সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসূফ হায়দার, অর্থনীতিবীদ ড. মাহবুব উল্লাহ, আবু আহমেদ, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জি নাইনের সভাপতি ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং দেশের মানুষ তা হতে দেবে না। এখানে কোনো দ্বিধা ও সন্দেহ নেই। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের দেয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি ব্যতিক্রমী ধারা শুরু করেছেন। তা হলো প্রতিহিংসা ও অতীতমুখী রাজনীতি নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের পথ চলতে হবে। সমালোচকদের মুখে ছাই দিয়ে সামনে এসে তিনি (তারেক রহমান) দেশের মানুষকে একটি স্বপ্ন দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button