যুক্তরাজ্যে কর্মী ছাঁটাইয়ের হার সবচেয়ে বেশী

সাম্প্রতিক এক জরীপে দেখা গেছে, যুক্তরাজ্যে শ্রমিক কর্মী ছাঁটাইয়ের হার এখন দ্রুততম। বৈশ্বিক সংকটের পর থেকে এই সংকট চলছে। এজন্য সরকারের কর বৃদ্ধির বাজেটকে দায়ী করেছে জরীপ পরিচালনাকারী সংস্থা পার্চেজিং ম্যানেজার্সেজ ইনডেক্স (পিএমআই) সার্ভে।
ট্রেজারী এবং ব্যাংক অব ইংল্যান্ড এর পর্যবেক্ষনাধীন এই প্রতিষ্ঠান তার ঘনিষ্ট পর্যবেক্ষন শেষে দেখিয়েছে যে, ২০০৯ সালের পর থেকে কর্মসংস্থানের মাত্রা চলতি বছর ডিসেম্বর পর্যন্ত দ্রততম হারে হ্রাস পেয়েছে। করোনা মহামারীর সময়টা এর বাইরে। সাড়ে ৬শ’ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও সাড়ে ৬শ’ সার্ভিস সেক্টর কোম্পানীর উপর পরিচালিত এই জরীপে দেখা গেছে, অধিকতর মৃদ্যু চাহিদা, কর্মসংস্থঅনের ক্রমবর্ধমান ব্যয় এবং সংকুচিত মুনাফার মার্জিন প্রাইভেট খাতের হেডকাউন্টে একটি পতন বা হ্রাসের দিকে ধাবিত করেছে।
এই পিএমআই জরীপ সংকলনকারী এসএন্ডপি চীফ বিজনেস ইকোনোমিস্ট ক্রিস উইলিয়ামসন বলেন, চলতি বছরের প্রথম দিকে বড়ো ধরনের সম্প্রসারনের পর থেকে অর্থনৈতিক চূড়ান্ত প্রবৃদ্ধি হারিয়ে গেছে। ব্যবসা ও গৃহস্থালীসমূহ নতুন লেবার পার্টি সরকারের বিস্তর বাগাড়ম্বর ও নীতিমালার প্রতি নেতিবাচক সাড়াদানের ফলে এমনটি ঘটেছে।
তিনি আরো বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় বীমার বর্ধিত ব্যয় এবং শ্রমিক-কমী সংগ্রহে পিছুটানের উল্লেখযোগ্য বিষয়টিসহ স্টাফিং সংক্রান্ত নতুন বিধিমালার সম্মুখীন হতে হয়েছে। অর্থনীতি বিষয়ে চ্যান্সেলর র‌্যাচেল রীভসের বাজেটের প্রতিক্রিয়ার একটি স্পষ্ট চিত্র সম্ভবত: ২৬ মার্চ প্রতিভাত হবে, যখন ‘ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি’ (ওবিআর) তার পরবর্তী দুই বছরের পূর্বাভাস প্রকাশ করবে।
এসএন্ডপি গ্লোবাল বলেছে, ডিসেম্বরে জনবলের পরিমাণ হ্রাস ২০২১ সালের জানুয়ারীর পর থেকে সবচেয়ে তীব্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button