নির্বাচনী প্রচারণায় সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

Tonyযুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচনে লেবার পার্টি ও এড মিলিব্যান্ডকে পুরোপুরি সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্রিটেনে তিন বার নির্বাচিত লেবার দলীয় এই সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারাভিযানে যোগ দেয়াকে অনেকেই নাটকীয় মোড় হিসেবে দেখছেন। টনি ব্লেয়ার রাজনীতি থেকে অনেকটা দূরেই ছিলেন এবং গত বছর এড মিলিব্যান্ডের নেতৃত্বাধীন লেবার পার্টির প্রচারণা নিয়ে সতর্কবাণীও উচ্চারণ করেছিলেন। আসন্ন নির্বাচনে ভোটারদের সতর্ক করে দিয়ে ব্লেয়ার বলেছেন, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে কনজারভেটিভের গণভোট চরম অস্থিরতা সৃষ্টি করতে পারে। কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এলে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সদস্যপদ নিয়ে গণভোট দেয়ার অঙ্গীকার ডেভিড ক্যামেরনের। ইউরোপবিরোধী রাজনৈতিক দল ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টিতে (ইউকিপ) যাতে কনজারভেটিভ সমর্থকরা ঝুঁকে না পড়েন সেজন্যে চাপের মুখে রয়েছেন ক্যামেরন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার সাবেক নির্বাচনী আসন সেজফিল্ডে একটি সভায় বক্তব্যের মাধ্যমে স্ত্রী চেরি ব্লেয়ারকে নিয়ে পার্টির পক্ষে তার প্রচারভিযানের সূচনা করবেন। টনি ব্লেয়ার ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ ত্যাগে কনজারভেটিভের পরিকল্পনা সম্পর্কে বলেন, বাস্তব দূরে রাখুন, চিন্তা করুন ব্রিটেন ইইউ ত্যাগের সম্ভাবনা কি অচলাবস্থার সৃষ্টি করতে পারে। চাকরি যা কাজ আমি নিশ্চিত যে হঠাৎ করেই এগুলো বিপন্ন, বিনিয়োগ সিদ্ধান্ত স্থগিত অথবা বাতিল হবে, একটি অনিশ্চয়তায় ঝুলে পড়বে ব্রিটিশ অর্থনীতি। ইইউ ত্যাগের ঘটনা ব্রিটেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সঙ্কটময় পরিস্থিতির মুখে ফেলে দিতে পারে বলে মনে করেন টনি ব্লেয়ার। লেবার পার্টির বর্তমান লিডার এড মিলিব্যান্ড সম্পর্কে ব্লেয়ার বলেন, তিনি সত্যিকার নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব যিনি তার দৃঢ় বিশ্বাসে অটুট থাকেন এমনকি তা জোয়ারের বিপরীতে গেলেও। আমি সেটাকে সম্মান করি। ইউরোপ ও অন্যান্য ইস্যুতে এড মিলিব্যান্ডকে সমর্থন জানিয়ে টনি ব্লেয়ার আরও বলেন, আমি চাই লেবার পার্টি বিজয়ী হোক। দেশের ভবিষ্যৎ ও বিশ্বে আমাদের অবস্থানের জন্য আমি চাই আমরা বিজয়ী হই। মে মাসের ৮ তারিখে এড মিলিব্যান্ডের নেতৃত্বে দেশে লেবার দলীয় সরকার দেখতে চাই। আমি বিশ্বাস করি আমরা পারবো আমরা বিজয়ী হব। টনি ব্লেয়ার যে ১০৬টি আসন লেবার পার্টি বিজয়ী হওয়ার জন্য টার্গেট করেছেন সেগুলোর প্রত্যেকটির নির্বাচনী প্রচারে এক হাজার পাউন্ড করে দান করেছেন। টনি ব্লেয়ার তিনবার লেবার পার্টিকে নির্বাচনে বিজয়ী করে প্রধানমন্ত্রী হন। ইরাক যুদ্ধের কারণে তিনি দেশে-বিদেশে বিতর্কিত। শেষ মুহূর্তে সরাসরি পার্টির নির্বাচনী প্রচারভিযানে ব্লেয়ারের অংশগ্রহণে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লেবারপার্টি সমর্থিত ডেইলি মিরর মন্তব্য করে টনি ব্লেয়ারকে নেতা হিসেবে নিয়ে লেবার তিনবার নির্বাচন বিজয়ী হয়েছে, সুতরাং এড মিলিব্যান্ডের প্রতি তার সমর্থন ডেভিড ক্যামেরনের উপর একটি চরম আঘাত এবং এটি পার্টির জন্য বিশাল শক্তি। টনি ব্লেয়ারের মনোভাব গত বছরের চেয়ে এড মিলিব্যান্ডের প্রতি একটু উষ্ণ দেখা যাচ্ছে, যখন তিনি লেবারের প্রচারাভিযান নিয়ে সতর্কতা উচ্চারণ করেছিলেন বলে উল্লেখ করেছে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button