নিরাপদ পানির অভাবে বছরে ৫ লাখ শিশুর মৃত্যু

Waterপরিস্কার পানি ও নিরাপদ পয়োঃব্যবস্থার অভাবের কারণে জম্মের এক মাসের মধ্যে বিশ্বে প্রতিবছর পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিএইচও এর সহযোগিতায় দাতব্য সংস্থা ওয়াটার এইড প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক তৃতীয়াংশ উন্নয়নশীল দেশগুলোর হাসপাতালে কর্মচারি ও রোগীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই এবং ৪০ শতাংশ হাসপাতালেরই পানির উৎস নেই।
প্রতিবেদনে বলা হয়, এসব শিশুদের পরিস্কার পানিতে ধোয়া এবং  তাদের অভিভাবকরা সাবান দিয়ে হাত ধুয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে যত্ম নিতে পারলে  প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো।
ওয়াটার এইডের প্রধান নির্বাহী বারবারা ফ্রস্ট বলেন, ‘স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল ও ক্লিনিক পরিচ্ছন্ন রাখা মৌলিক ও প্রাথমিক যোগ্যতা, যাতে আপনি প্রশ্ন করতে পারেন পরিচ্ছন্ন পানি ছাড়া অথবা ন্যুনতম পয়োঃব্যবস্থাবিহীন সেবা রোগীকে হাসপাতাল দিবে কিনা।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে অসংখ্য শিশুর জন্ম … দুঃখজনকভাবে প্রাথমিক অবস্থায় ও প্রতিরোধযোগ্য মৃত্যু নিন্দনীয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button