লন্ডনে তিনদিনব্যাপি ই-বাণিজ্য মেলার উদ্বোধন

E-Melaএনাম চৌধুরী, লন্ডন ই-বানিজ্য মেলা থেকে: এটি নিছক কোন ই-বাণিজ্য মেলা নয়। এটি লন্ডনে ডিজিটাল বাংলাদেশের আংশিক উপস্থাপন। এমন স্বপ্নকে ধারণ করে শনিবার লন্ডন সময় সকাল ১১ টায় উদ্বোধন হলো তিনদিন ব্যাপী ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা।’
‘ক্লিকেই বাণিজ্য’ শ্লোগানকে মূল উপপাদ্য ধারণ করে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনস্থ গোলেষ্টারস্থ ‘মিলেনিয়াম গোলেষ্টার হোটেল’ এ অনুষ্ঠিত ই-বাণিজ্য মেলার যৌথভাবে আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ইউকে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগৎ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। আমাদের স্বপ্ন একুশ শতকের বাংলাদেশ হবে তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক স্বপ্নময় ডিজিটাল বাংলাদেশ। আর সে স্বপ্নকে ধারণ করেই বর্তমান সরকার চায় ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।
পরাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, বাংলাদেশ আমাদের সকলের। আর এ দেশকে এগিয়ে নিতে বিশ্বের যেখানেই বাংলাদেশী রয়েছেন সেখানেই স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ই-বাণিজ্য মেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অপনাদের এ প্রচেষ্ঠা সফল এবং স্বার্থক হবে বলে আমি বিশ্বাস করি।
E-Mela3তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, অলপার্টি পার্লামেন্টারী গ্রুপের সহ-সভাপতি লর্ড শেখ, ব্রিটিশ পার্লামেন্ট এর সদস্য হন কেইথ ভাজ।
ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মেলা আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মেলার আয়োজক (পার্টনার) তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগৎ এর কারিগরি সম্পাদক ও কম্পিউটার জগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ তমাল।
বাংলাদেশে ই-বাণিজ্য প্রসারের লক্ষ্যে কম্পিউটার জগৎ আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় চলতি বছরের প্রথম দিকে দেশের ভেতরে-বাইরে ধারাবাহিকভাবে ই-বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। যার ধারাবাহিকতায় দেশের বাইরে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ই-বাণিজ্য মেলা।
E-Mela2মেলা সম্পর্কে কম্পিউটার জগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াহেদ তমাল জানান, এটি নিছক একটি ই-বাণিজ্য মেলায় নয়। এটি হবে লন্ডনে ডিজিটাল বাংলাদেশেরই আংশিক উপস্থাপন। এর মাধ্যমে বাংলাদেশের ই-বাণিজ্য সম্পর্কে প্রবাসী বাংলাদেশীরা যেমনি করে জানার সুযোগ পাবেন, তেমনি মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানও তাদের পণ্য এবং সেবা বৃহত্তর পরিবেশে প্রদর্শন ও প্রচারের সুযোগ পাবে। প্রদর্শক ও দর্শকদের সাগ্রহ অংশগ্রহণে লন্ডন ই-বাণিজ্য মেলা আগের তিনটি মেলার মতোই পরিপূর্ণ সফলতা পাবে। আমরা প্রত্যাশা করছি মেলায় ১০ হাজারের অধিক দর্শনার্থী আসবেন।
মেলায় বাংলাদেশ থেকে ৩০টি ও যুক্তরাজ্য থেকে ১০টি ই-বাণিজ্য সেবাদাতা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। এছাড়া ২০টির মতো এসএমই প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার অংশ হিসেবে বাংলাদেশ ই-বাণিজ্য ও ই-সেবা সম্প্রসারণে পৃথক চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলার সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং এফবিসিসিআই। পার্টনার হিসেবে রয়েছে টিম ইঞ্জিন, অপটিমাম সল্যুশন অ্যান্ড সার্ভিসেস, বাংলানিউজ-২৪, সামহোয়্যার ইন ব্লগ, বাংলাদেশ ক্যাটারারস অ্যাসেসিয়েশন যুক্তরাজ্য, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স, চ্যানেল আই, রিভ সিস্টেমস, ওয়ালেটো ও ই-সুফিয়ানা।
মেলায় ই-বাণিজ্য ওয়েবসাইট ই-সুফিয়ানা, বিবাহবিডি ডটকম, উপহার ডক কম, এসএসবি লিমিডেট, ডিআইটিএফ ই-শপ, এক্সসেলশিয়ন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ট্যুরিজম ও ট্রাভেল সেবাদাতা প্রতিষ্ঠান জেএমজি কার্গো, ইউর ট্রিট মেট লিমিটেড, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নিভেল প্রোপ্রার্টিস লিমিটেড, বিল্ডটেক ডেভেলপমেন্টস লিমিটেড, এস এইচ বিল্ডার্স, পূর্বাচল ম্যাক্স গ্রিন সিটি, এফডি প্রোপার্টিস লিমিটেড, আইকন হাউজিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, নিলাস হোম, হস্তশিল্প প্রতিষ্ঠান কেয়ার্র ক্রাফড, পৌষি, ফারজোলা হ্যান্ডিক্রাফট, নকশী বাংলা হ্যান্ডিক্রাফট, আঙ্গিনা এন্টারপ্রাইজ, এস পি লিজা হ্যান্ডি ক্রাফট, সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোরিভ, ইনফোসিস, বিডি সফট, মেডিকেল সেবাদাতা প্রতিষ্ঠান মেডিকেয়ার ইন্টারন্যাশনাল, হেলথ কেয়ার ওয়ার্ল্ড ওয়াইড ইউএসএ, ফ্যাশন হাউজ, এসএসবিসিএল ফ্যাশন ওয়ার্ল্ড, জবা ফ্যাশন, মনিপুরি তাত ইম্পোরিয়াম, বর্ণালী, আদিবা, থ্রিপিচ কর্ণার, পল্লী মহিলা উন্নয়ন সংস্থা (জয়ীতা), ফুড ও বেভাজের প্রতিষ্ঠান মৌমাছি কল্যাণ সমিতি, মেল্লা মৎস বীজ উৎপাদন খামার, মের্সাস খান ম্যে প্রতিপালন প্রকল্প, মের্সাস নজরুল এন্ড কোং, ই-এডুকেশন সেবাদাতা প্রতিষ্ঠান লার্নি অ্যান্ড আর্নিং, ওয়াকিয়া এডুকেশন, এয়ারলাইন্স প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান, ইউনাইটেড এয়ারওয়েজ, কলসেন্টার সেবাদাতা প্রতিষ্ঠান ভয়েচ ট্রাক কমিউনিকেশন, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমন এবং বিধি ক্যাটাগরিতে অনন্য ট্রেডার্স, অর্পন কমিউনিকেশন লিডিটেড, রাঙ্গা ট্রেড সেন্টার, মেসার্স রিজভি ট্রেডার্স, নকশী কর্পোরেশন, বি.জি এন্টারপ্রাইজ, কর্পোরেট ভয়েচ পিআর, পারফেক্ট ডিজাইন, এক্সক্লুসিভ মিডিয়া, ওপেক্স-সিনহা গ্র“প, মের্সাস মাহবুব এন্টারপ্রাইজ, ফার্ম গ্লাস, ভিল্টেজ, সাকরাজা ইন্টারপ্রাইজ, অন্যান্য ইন্টারন্যাশনাল, মের্সাস সুমন ট্রেডার্স, এখন টেক্সটাইল লিমিডেট, তানজিমুল হুদা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টস, বাধন ট্রেড ইন্টারন্যাশনাল, ফাইনেস্ট মিডিয়া, থ্রি স্টার ট্রেডিং ও থ্রি স্টার ফ্যাশন তাদের স্টলে নিজ নিজ পণ্য ও সেবা প্রদর্শন করবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button