১০ বছরে প্রথম রেমিট্যান্স কমলো

১০ বছরের মধ্যে বিদায়ী বছরই বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোও এর ব্যতিক্রম ছিল না। গত বছর দেশে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীরা ১৩ দশমিক ৮৩ বিলিয়ন (এক হাজার ৩৮৩ কোটি) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।  অথচ এর আগের বছর ২০১২ সালে দেশে ১৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে গত বছর আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম রেমিট্যান্স এসেছে। এ বছরই প্রথমবারের মতো নেতিবাচক প্রবৃদ্ধি হলো। এর আগে প্রতি বছরই রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আবর থেকে গত বছর ৩০৪ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গেল বছরের জানুয়ারিতে এ দেশ থেকে রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ১০ লাখ ডলার। পরের মাসে সৌদি আবর থেকে ৩২ কোটি ৭১ লাখ ডলার। একইভাবে মার্চ, মে, জুন, আগস্ট ও সেপ্টেম্বরে মাসে আগের মাসে তুলনায় রেমিট্যান্স কমেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও লিবিয়া থেকেও রেমিট্যান্স কমেছে। আর মধ্যপ্রাচ্যের দেশ ইরান থেকে গত বছর কোন রেমিট্যান্স আসেনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান থেকেও রেমিট্যান্স আসার পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, টাকার বিপরীতের ডলারের চাঙ্গাভাবের কারণে গত অর্থবছরের প্রথম থেকেই প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছিলেন। কিন্তু সামপ্রতিক সময়ে ডলারের দাম কমে যাওয়ায় প্রবাসীরা কম পরিমাণে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা দেখা গেছে। এ ছাড়া বর্তমান রাজনৈতি অস্থিরতায় দেশে বিনিয়োগের পরিবেশ অনুকূল নেই। অন্যদিকে শ্রমবাজারগুলোতে জনশক্তি রপ্তানিও হচ্ছে না। এসব কারণেই গত বছরে রেমিট্যান্স কমে থাকতে পারে বলে তারা মনে করছেন। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা মানবজমিনকে জানান, গত বছর ছিল নানা কারণে উত্তপ্ত। সে কারণে রেমিট্যান্সে দীর্ঘদিনের ধনাত্মক পরিস্থিতির উল্টো হয়েছে। তবে নির্বাচনোত্তর পরিস্থিতি অনেকটা স্থিতিশীলতার পথে। আশা করি চলতি বছরে রেমিট্যান্সে নেতিবাচক থাকবে না বলে মনে করেন এ কর্মকর্তা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button