‘আইপে’ অ্যাপের যাত্রা শুরু

ipayআনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক অর্থ লেনদেন প্লাটফর্ম ‘আইপে’। বুধবার রাজধানীর একটি হোটেলে মোবাইল অ্যাপ নির্ভর এ সেবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নগদ টাকা ছাড়াই সবধরনের কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। অ্যান্ড্রয়েড ও আইওএস-সমর্থিত স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন থেকে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায় আইপে-এর সুবিধাসমূহ। ‘আইপে’ হলো বাংলাদেশে প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। যেকোনো ব্যক্তি মোবাইল ফোন বা কম্পিউটার থেকে ইন্টারনেটে সংযুক্ত হয়ে ‘আইপে’র মাধ্যমে দৈনন্দিন জীবনের কেনাকাটাসহ মোবাইল ব্যালেন্স রিচার্জ, বিভিন্ন বিল নগদ টাকা ছাড়াই অনলাইনে পরিশোধ করতে পারবেন। বর্তমানে একটি অ্যাকাউন্টে স্বচ্ছ চার লাখ টাকা জমা রাখা যাবে।
তবে একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইপে সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল আহসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button