মাথা পিছু ঋণের পরিমাণ ১২ হাজার ৭০০ টাকা

গত ২০১২-১৩ অর্থবছরের ৩০ জুনে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ২৪,৯০৭ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণে প্রায় ১,৯৫,১৪৬ কোটি টাকা। জনগণের মাথাপিছু এ ঋণের পরিমাণ ১৬২.২০ মার্কিন ডলার সমপরিমানে প্রায় ১২,৭০০ টাকা।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের এক লিখিত প্রশ্নে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২৭৪.১০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ২, ১৪৭.৬০ কোটি টাকা পরিশোধ করেছে। এ পরিমাণ রপ্তানি আয়ের শতকরা মাত্র ৮.৬ ভাগ এবং জিডিপির শতকরা ২.৯ ভাগ।
এ সময়ে ঋণের আসল বাবদ ৩,৫১৫.৬০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ২৭,৫৪৪.৭০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button