বিএফইউজে’র নির্বাচন

শওকত-আজিজ পরিষদের নিরঙ্কুশ বিজয়

Showkatআলমগীর হোসেন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র দ্বিবার্ষিক নির্বাচনে শওকত-আজিজ পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে ১৯ পদের মধ্যে সভাপতি, মহাসচিব পদসহ ১৭টি পদে শওকত-আজিজ পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটি সদস্য পদে জয় পেয়েছেন মহিউদ্দিন-সাজু পরিষদ। একটি সদস্য পদে সমান সংখ্যক ভোট পেয়েছেন উভয় প্যানেলের দুই প্রার্থী। গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে শওকত-আজিজ পরিষদের শওকত মাহমুদ (ইকোনমিক টাইমস-ঢাকা) ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন-সাজু পরিষদের গোলাম মহিউদ্দিন খান পেয়েছেন ৩৫ ভোট।
সহ-সভাপতি তিনটি পদে শওকত-আজিজ পরিষদের এম আব্দুল্লাহ (আমার দেশ-ঢাকা) ১২৮ ভোট, নুরুল আমিন রোকন (সমাচার-ঢাকা) ১২৬ ভোট ও রেজাউল করিম রাজু (ইনকিলাব-রাজশাহী) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মহাসচিব পদে শওকত-আজিজ পরিষদের এমএ আজিজ (সরাসরি-ঢাকা) ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলাহী নেওয়াজ খান সাজু (ডিইউজে) পেয়েছেন ৮৪ ভোট।
সহকারী মহাসচিব তিনটি পদে একই প্যানেলের মো. মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন-ঢাকা) ১৪০ ভোট, শাহনওয়াজ (নতুন বার্তা ডটকম চট্টগ্রাম) ১১১ ভোট এবং মীর্জা সেলিম রেজা (মহাস্থান-বগুড়া) ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে শওকত-আজিজ পরিষদের আহমদ মতিউর রহমান (নয়া দিগন্ত-ঢাকা) ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন-সাজু পরিষদের উমর ফারুক আল হাদী পেয়েছেন ৫৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শওকত-আজিজ পরিষদের শহিদুল ইসলাম (সংগ্রাম-ঢাকা) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন-সাজু পরিষদের মো. আব্দুল বাসেত মিয়া পেয়েছেন ৭০ ভোট।
দফতর সম্পাদক পদে শওকত-আজিজ পরিষদের মোহাম্মদ ইমরান হোসাইন আনসারি (দিগন্ত টিভি-ঢাকা) ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন-সাজু পরিষদের এইচ এম জালাল আহমেদ পেয়েছেন ৬৩ ভোট। এবং প্রচার সম্পাদক পদে শওকত- আজিজ পরিষদের আবু ইউসুফ (সংগ্রাম-ঢাকা) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার   নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন-সাজু পরিষদের মো. মেহেদী মাসুদ পেয়েছেন ৫১ ভোট।
সদস্য ৭টি পদে শওকত-অজিজ প্যানেলে নির্বাচিতরা হলেন- আনোয়ার কবীর নান্টু (লোকসমাজ-যশোর) ১১০ ভোট, ওবায়দুর রহমান শাহীন (অর্থনীতি প্রতিদিন-ঢাকা) ১০৬ ভোট, কামার ফরিদ (সরাসরি-ঢাকা)১০২ ভোট, শামসুদ্দিন হারুন (সকালের খবর-চট্টগ্রাম) ৯৮ ভোট,  মো. সানাউল হক (নিউএজ-ঢাকা) ৯১ ভোট, ও অপর প্যানেলের  সৈয়দ মেজবাহ উদ্দিন (ডিইউজে) ৯৪ ভোট নির্বাচিত হয়েছেন। সদস্য পদে শওকত-আজিজ পরিষদের সরদার এম আনিছুর রহমান (আমার দেশ-রাজশাহী) ৮৩ ভোট ও অপর প্যানেলের মোস্তফা কামাল মজুমদার (ডিইউজে) সমান সংখ্যক ভোট পেয়েছেন।
গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে সকাল ৮ থেকে বিকেলে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিএফইউজের ১৮৪ জন কাউন্সিলরের মধ্যে ১৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button