পর্যটন শিল্পে দ্রুত এগিয়ে যাচ্ছে সৌদি আরব

Binoআগামী ২০২০ সালের মধ্যে সৌদি আরবে পর্যটন খাতে অন্তত ১৭ লাখ লোকের কর্মসংস্থান হতে পারে। সৌদী কমিশন ফর ট্যুরিজম এন্ড ন্যাশনাল হেরিটেজ (এসসিটিএনএইচ) পরিচালিত এক পরিসংখ্যান মতে পর্যটন তথ্য ও গবেষণা কেন্দ্র (মাস)-এর প্রতিবেদনে একথা জানান হয়। মাস পরিবেশিত সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, দেশটির শ্রমবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপরিউক্ত পরিমাণ শ্রমিকের কর্মসংস্থান হলে তাতে পর্যটনসহ অন্যান্য বিভাগের অংশগ্রহণে সৌদি আরব বিপুলভাবে লাভবান হবে।
রিপোর্টে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ এই খাতে প্রায় ১ লাখ ১৩ হাজার ৪৮জন এবং ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ১ লাখ ২৯ হাজার ৫২৬-এ দাঁড়াবে। পবিত্র নগরী মক্কা, মদীনা এবং রাজধানী রিয়াদে বিলাসবহুল হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো ও স্থাপনাসমূহের দ্রুত ও পরিকল্পিত উন্নয়ন করা গেলে কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে বলে আশা করা যায়। এতে আরও বলা হয়, বিগত ২০১৪ সাল শেষে ট্যুরিজম সেক্টরে প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৭লাখ ৯৫ হাজার আর পরোক্ষ সংখ্যা ছিল ৩ লাখ ৯৭ হাজার এবং ২০১৫ সাল শেষে প্রত্যক্ষ সংখ্যা হবে ৮ লাখ ৪০ হাজারেরও অধিক আর পরোক্ষে প্রায় ৪ লাখ বিশ হাজার। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান ছিল ২০১৪ সালে মোট ১১ লাখ ৯২ হাজার ২৮৫জন, যা চলতি বছরের শেষ নাগাদ ১২ লাখ ৬২ হাজার ১৫৩ জনে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পর্যটন সংশ্লিষ্ট আবাসন খাতে প্রচুর বিনিয়োগের ফলে এই খাতের উন্নয়নও আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে। যেমন, হোটেল-মোটেল, সুসজ্জিত এ্যাপার্টমেন্ট, হোটেল ভিলা, ট্যুরিজম ইন্ রোডসাইড হোটেল ও রিসোর্ট প্রভৃতি। ইতোমধ্যে দেশটির মোট হোটেল কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৫শ’ এবং সুসজ্জিত এ্যাপার্টমেন্টের সংখ্যা মোট ৮৭ হাজার ৫০টির মত। উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে পর্যটন শিল্প হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কার্যকর খাত। শিল্প-বিশেষজ্ঞদের মতে, পর্যটন খাত দেশটির জাতীয় অর্থনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন সৃষ্টি এবং অশোধিত তেলের ভবিষ্যৎ বিকল্প হিসেবে খুব শিগগিরই আত্মপ্রকাশ করার বিপুল সম্ভাবনার দিগন্ত উদ্ভাসিত হচ্ছে ক্রমশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button