রোহিঙ্গা গণহত্যা : পদত্যাগ করলেন মিয়ানমার ফুটসাল দলের কোচ

rezaসংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করে পদত্যাগ করলেন মিয়ানমার জাতীয় ফুটসাল দলের প্রধান কোচ রেজা কোরদি। মিয়ানমারে কট্টরপন্থী বৌদ্ধ আর সামরিক বাহিনীর দপন পীড়নের প্রতিবাদস্বরূপ সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন ইরানিয়ান এই কোচ। গত এপ্রিল মাসে তিনি বার্মিজ ফুটসাল দলের দায়িত্ব নিয়েছিলেন। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
খবরে বলা হয়, ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কিকোমার্স হাশেমি মিয়ানমার ফুটবল ফেডারেশন থেকে সরে যাওয়ার জন্য রেজা কোরদির প্রশংসা করেন। রাখাইন থেকে রোহিঙ্গাদের উৎখাত করার জন্য ২০১৬ সালের অক্টোবর মাস থেকে তাদের ওপর হামলা করা শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। গেল ২৫শে আগস্ট রাখাইনে পুলিশ ও সামরিক পোস্টের ওপর কথিত সশস্ত্র হামলার পর হামলার ওপর দমন পীড়ন আরো বাড়িয়েছে বার্মিজ সেনারা।
পার্সিয়ান ফুটবল ডট কমের এক রিপোর্টে রেজা কোরদিকে উদ্বৃত করে বলা হয়, ‘আমি এখানে কাজ করতে পারি না কেননা ফিফা সনদে বলা আছে ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু ও মতাদর্শ খেলাধুলা থেকে পৃথক রাখতে হবে।’ রেজা আরো জানান, আমি মিয়ানমার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের কাছে ইমেইল পাঠিয়েছি এবং আমার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button