আবারও ইউরোপের বর্ষসেরা রোনালদো

runaldo২০১৬ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার যে রোনালদোর হাতেই উঠবে, তা নিয়ে কোনো সংশয়ই ছিল না। গত বছর চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি জাতীয় দলের হয়ে রোনালদো জিতেছিলেন ইউরো কাপের শিরোপাও। এবারও ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কারটা উঠেছে পর্তুগিজ এই তারকার হাতে। এ নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেলেন রোনালদো।
বরাবরের মতো এবারও রোনালদোর চূড়ান্ত প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চূড়ান্ত তালিকার তৃতীয় ব্যক্তি ছিলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে কোচ-সাংবাদিকদের ভোটে বুফন ও মেসিকে ছাড়িয়ে রোনালদোই জিতেছেন বর্ষসেরার পুরস্কার। অন্যদের চেয়ে ভোট অনেক বেশিই পেয়েছেন তিনি। রোনালদো বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ৪৮২ পয়েন্ট নিয়ে। অন্যদিকে মেসি পেয়েছেন ১৪১ ভোট। আর বুফন তৃতীয় স্থানে ছিলেন ১০৯ ভোট নিয়ে।
ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল রোনালদোর। চ্যাম্পিয়নস লিগে তিনিই করেছিলেন সবচেয়ে বেশি, ১২টি গোল। ফাইনালে জুভেন্টাসের বিপক্ষেও তিনি করেছিলেন জোড়া গোল। ফলে এবারও যে পুরস্কারটা তাঁর হাতেই উঠবে, তা অনুমিতই ছিল। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেছেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি আবার এই পুরস্কার জিততে পেরে। ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমার সতীর্থদের। আমি সত্যিই খুব ভাগ্যবান। ধন্যবাদ জানাচ্ছি রিয়াল মাদ্রিদের সমর্থকদের, যারা আমাকে এই পুরস্কার জিততে অনেক সহায়তা করেছেন।’
বর্ষসেরা হতে না পারলেও ২০১৬-১৭ মৌসুমের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি বুফন। বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কার গেছে সার্জিও রামোসের হাতে। বর্ষসেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদেরই আরেক তারকা লুকা মদ্রিচ। আর বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কারটা যে রোনালদোর হাতে উঠেছে, সেটা তো না বললেও চলে। -এনটিভি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button