অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের ৭ অ্যাথলেট

অবশেষে ব্রাজিলে অনুষ্ঠেয় রিও অলিম্পিকে খেলতে ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের আরও দুই অ্যাথলেট। তারা হলেন দ্রুততম মানব মেসবাহ আহমেদ ও মানবী শিরীন আক্তার। যথাসময়ে তারা ওয়াইল্ড কার্ড না পাওয়ায় অলিম্পিকে অ্যাথলেটিক্সে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।
নির্ধারিত সময়ের ৪ দিন পর গত সোমবার রাতে ওয়াইল্ড কার্ড পেয়েছেন মেসবাহ ও শিরীন। এতে আসন্ন রিও ডি জেনেরিও অলিম্পিকে বাংলাদেশের মোট ৭ অ্যাথলেট অংশ নিচ্ছেন। মেসবাহ ও শিরিন দুজনই বিকেএসপির সাবেক ছাত্র।
গত বছর মার্চে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ১০.৫২ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন মেসবাহ। অন্যদিকে একই টুর্নামেন্টে ১০০ মিনিটের ১২.৬৯ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রততম মানবী হন শিরীন।
অলিম্পিকে বাংলাদেশের ১২০ বছরের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন গলফার সিদ্দিকুর রহমান। আগেই সাঁতারু মুস্তাফিজুর রহমান, সোনিয়া আক্তার, শুটার আব্দুল্লাহ হেল বাকী ও আর্চার শ্যামলী রায় অলিম্পিকে খেলতে ওয়াইল্ড কার্ড পেয়েছেন। অলিম্পিকে বাংলাদেশের ৭ জন অ্যাথলেট অংশগ্রহণ করলেও ব্রাজিলে যাচ্ছে মোট ২১ জনের বহর। এ বহরের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল (অবসর) আবু তায়েব মোহাম্মদ জহিরুল আলম। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ২৮ জুলাই ব্রাজিলের উদ্দেশে রওনা দেবে এ বহর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button