বিশ্বের ‘অসহিষ্ণু’ দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয়

বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু দেশের তালিকায় বাংলাদেশের নাম তৃতীয় স্থানে উঠে এসেছে। সুইডেনের অর্থনীতিবিদদের পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু দেশের তালিকায় প্রথমে আছে ভারত। এরপর জর্ডান ও বাংলাদেশ। আর সবচেয়ে সহিষ্ণু দেশের মর্যাদা পেয়েছে ব্রিটেন।
‘ওয়ার্ল্ড ভ্যালুস সার্ভে’ নামের জরিপটিতে বিশ্বের ৮০টির বেশি দেশের উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয় যে, তারা কোন ধরনের লোকদের প্রতিবেশী হিসেবে চান না। জবাবে ভারত, বাংলাদেশ এবং হংকংয়ের ৪০ ভাগের বেশি উত্তরদাতা জানান, তারা ভিন্ন জাতির বা বর্ণের কাউকে প্রতিবেশী হিসেবে চান না।
জরিপে সবচেয়ে সহিষ্ণু দেশের মর্যাদা পেয়েছে ব্রিটেন। তার সঙ্গে রয়েছে দেশটির সাবেক উপনিবেশ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ল্যাটিন আমেরিকার দেশগুলোও বৈচিত্র্যময় বর্ণের প্রতিবেশীদের আলিঙ্গন করতে প্রস্তুত।
জরিপে বলা হয়েছে, ভারতের ৪৩ দশমিক ৫ শতাংশ লোক বলেছে, তার ভিন্ন জাত বা বর্ণের প্রতিবেশী হিসেবে দেখতে চান না। জর্ডানে এই সংখ্যা ৫১ দশমিক ৫ এবং হংকং ও বাংলাদেশ ৭০ শতাংশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button