তুরস্ক সিরিয়ায় কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা মেনে নেবে না : এরদুগান

Erduganতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদুগান বলেছেন, সিরিয়ার ভেতরে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা কখনো তার দেশ মেনে নেবে না। পবিত্র রমজান উপলক্ষে  আয়োজিত ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
সিরিয়ার একটি বিশাল অংশ কুর্দি যোদ্ধারা সরকারি বাহিনী ও আইএসের কাছ থেকে দখল করে নিয়েছে। অভিযোগ রয়েছে সেখানে কুর্দিরা আলাদা  কুর্দি রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
এরদুগান বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি, যে কোন মূল্যে আমাদের দক্ষিণ ফ্রন্টিয়ারে সিরিয়ার উত্তরে নতুন কোন রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা কখনোই মেনে নেব  না।’
তিনি অভিযোগ করে বলেন, তুর্কি সীমান্তের কাছে যেসব এলাকায় আরব ও তুর্কিরা বসবাস করছে সেখানকার ভূপ্রাকৃতিক চিত্র বদলে দিচ্ছে কুর্দিরা।
দক্ষিণ-পূর্বে কুর্দি বিদ্রোহী গ্রুপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে ৩১ বছর লড়াই চালিয়েছে তুরস্ক। আঙ্কারা সবসময় দাবি করে আসছে এর পেছনে সিরিয়ান কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটের সেনাদের সংযোগ রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button