রহস্যময় গর্তের কবলে পৃথিবী !

Gortoসম্প্রতি নিরিহ মানুষের ওপর হামলা, কয়েকটি বিমান ধ্বংস ও ধর্মীয় নানা বিবাদে মৃত্যুর পাশাপাশি আরেকটি ঘটনা বিশ্ববাসীর নজর কেড়েছে। এটি হলো রাশিয়ার উত্তরাঞ্চলের রহস্যময় গর্ত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
রাশিয়ার উত্তরাঞ্চলে কিছুদিন ধরেই রহস্যময় গর্তের আনাগোনা দেখা যাচ্ছে। রাশিয়ার সাইবেরিয়ায় যখন প্রথম একটি হেলিকপ্টার থেকে বিশালাকৃতি এ গর্তের দেখা পাওয়া যায়, তখন একে পৃথিবী ধ্বংসের সূচনা বলেই মনে করছিলেন অনেকে। এরপর অবশ্য এ ঘটনার নানা কারণ অনুমান করতে শুরু করেন বিশেষজ্ঞরা।
অনেকেই বলছিলেন এ ঘটনা ঘটতে পারে উল্কাপাতের ফলে। আবার ভূগর্ভের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের কথাও বলছিলেন অনেকে। তবে সম্প্রতি এর সঠিক কারণ অনুসন্ধানে সে স্থানে গবেষণা করছেন বিজ্ঞানীরা।
একই এলাকায় পুরনো একটি বড় গর্তসহ আরও দুটি গর্তের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আরেকটি গর্তের ব্যাস ৪৫ ফুট ও অন্যটি ১৩ ফুট। ১৩ ফুট ব্যাসের গর্তটির গভীরতা ২০০ থেকে ৩৩০ ফুটের মাঝামাঝি বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button