রেমিটেন্সে পাঠানোয় শীর্ষে সৌদি আরব

গত ২০১৩-১৪ অর্থবছরে দেশে রেমিটেন্স পাঠানোর শীর্ষে উঠে এসেছে সৌদি আরব। এসময়ে দেশটি থেকে ৩১১ কোটি ৮৮ লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। যা মোট রেমিটেন্সের ২২ শতাংশ। এরপরই  শীর্ষ পাঁচে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত ও মালয়েশিয়া।
বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উল্লেখিত সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে ২৬৮ কোটি ৪৮ লাখ ডলার,  যা মোট রেমিটেন্সের ১৯ শতাংশ।  যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২৩২ কোটি ৩৩ লাখ ডলার, যা মোট রেমিটেন্সের ১৬ শতাংশ। কুয়েত থেকে এসেছে ১১০ কোটি ৬৮ লাখ ডলার, যা মোট রেমিটেন্সের ৮ শতাংশ। মালয়েশিয়া থেকে এসেছে ১০৬ কোটি ৪৬ লাখ ডলার যা মোট রেমিটেন্সের ৭ শতাংশ। এছাড়া বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছে ২৮ শতাংশ রেমিটেন্স।
তবে ২০১২-১৩ অর্থবছরের চেয়ে ২০১৩-১৪ অর্থবছর রেমিটেন্স প্রবাহ কমেছে। ২০১২-১৩ অর্থবছরে রেমিটেন্স এসেছিল এক হাজার ৪৪৬ কোটি ১১ লাখ ডলার। ২০১৩-১৪ অর্থবছর রেমিটেন্স এসেছে এক হাজার ৪২২ কোটি ৭৮ লাখ ডলার।
এর কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button