ভালো নেই স্টিফেন হকিন্স

stephenভালো নেই বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানীর শারীরিক অবস্থা৷ ‘মোটর নিউরোন ডিজিজ’ এর মতো মারাত্মক অসুখকে অতিক্রম করে গেলেও ইদানীং মোটেও শরীর ভালো যাচ্ছে না ৭৩ বছর বয়সী বিজ্ঞানীর৷ শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু সেমিনার ও বক্তৃতা বাতিল করেছেন তিনি৷
লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে বক্তৃতা দেয়ার কথা ছিল তার৷ রেইথ লেকচার বিজ্ঞানের দুনিয়ায় অন্যতম সেরা চিন্তাভাবনার আসর৷ সেখানেই ব্ল্যাক হোলের প্রকৃতি নিয়ে বক্তৃতা দেয়ার কথা ছিল তার৷
উপস্থিত বিজ্ঞানপ্রেমীদের প্রশ্নের উত্তরও তিনি দেবেন বলে জানিয়েছিলেন৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এই কর্মসূচি বাতিল করেছেন তিনি৷ শুধু এই বক্তৃতাই নয়, আরও বেশ কিছু সেমিনারেও তিনি থাকতে পারছেন না বলেই জানা গিয়েছে৷ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র তার অনুস্থিতি নিশ্চিত করেছেন৷ কিন্তু প্রফেসর হকিন্সের ঠিক কী হয়েছে তা জানাননি তিনি৷
এই বক্তৃতা দেয়া নিয়ে প্রফেসর হকিন্স নিজে খুব আশাবাদী ছিলেন৷ জানিয়েছিলেন, তার এই বক্তৃতা মানুষকে বিজ্ঞানের নতুন নতুন সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করবে৷
তার আশা ছিল, এই বক্তৃতায় তার বলার বিষয় তরুণ প্রজন্মকে অনেকখানি অনুপ্রেরণা দেবে৷  নতুন নতুন আবিষ্কারে বিশ্বের রহস্য জানতে তাদের আরও উৎসাহিত করার মতো করেই সাজিয়েছিলেন তার বক্তৃতা৷
কিন্তু আপাতত সেই উৎসাহ ও অনুপ্রেরণা থেকে বঞ্চিতই হতে হচ্ছে আপামর বিজ্ঞানপ্রেমীদের৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button