তিন শতাব্দির ব্রিটিশ পত্রিকা “লয়েড’স লিস্ট” আর ছাপা হবে না

Lloydsব্রিটিশ পত্রিকা “লয়েড’স লিস্ট” আর ছাপা হবে না। পাঠকের চাপে পুরোপুরি অনলাইন কাগজ হয়ে গেছে ২৭৯ বছরের অসাধারণ “জাহাজী” কাগজটি। সম্পাদক রিচার্ড মিড এটাকে ‘বিবর্তনের অংশ’ হিসেবেই দেখছেন।
কাগজের বুকে লেখা যে ইতিহাস, সে ইতিহাসের সাক্ষী হয়ে পত্রিকা ঠাঁই নিচ্ছে আলমারিতে। ওয়াশিংটন পোস্ট, সিয়াটল পোস্ট-ইন্টেলিজেন্সার, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরের মতো বড় বড় পত্রিকা ও নিউজউইক, ইউএস নিউজ, ওয়ার্ল্ড রিপোর্টের মতো নামকরা সাময়িকীগুলো অনলাইনের কাছে আত্মসমর্পণ করেছে। পত্রিকা থাকবে না বলে অনেক গণমাধ্যম বিশারদের যে আশঙ্কা, তাই যেন হতে চলেছে।
লয়েড’স লিস্ট এর যাত্রা শুরু ১৭৩৪ সালে, শুরুতে শিপিং লাইনের সাপ্তাহিক খবর প্রচার করত পত্রিকাটি। সর্বশেষ প্রচার সংখ্যা ৬০ হাজার ৮শ’ ৫০। কিন্তু সেই গ্রাহকই বলছেন, অনলাইনে সব চাই।
এক গবেষণায় দেখা গেছে যে, ‘লয়েড’স লিস্ট’ এর ৯৭ ভাগের বেশি পাঠক অনলাইনে তথ্য পেতে চায়। ২৫ ভাগ প্রিন্ট সংস্করণ ব্যবহার করে।
সম্পাদক রিচার্ড বলেন, “সবকিছুতেই পরিবর্তন এসেছে তাই ‘লয়েড’স লিস্ট’এ পরিবর্তন আসছে।”
তিনি বলেন, “এখনকার পাঠক আইফোন, আইপড, ব্লাকবেরি থেকে প্রয়োজনে সংবাদ জেনে নেন। তারা ছাপা সংস্করণের জন্য অপেক্ষা করেন না। সময়টা আসলেই অনলাইনের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button