পোশাক খাত উন্নয়নে জাইকার ১০০ কোটি টাকা ঋণ

Jaikaবাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ১০০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে জাপান ইন্টারন্যাশনাল  কো-অপারেশন এজেন্সি (জাইকা)। পোশাক কারখানার মান উন্নয়নসহ নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টিতে এ ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ডিরেক্টর সুকোমল সিংহ  চৌধুরী, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কবীর আহমেদ ভূঁইয়া, বিজিএমইএর সহ-সভাপতি মো. শহিদুল্লাহ আজীম, বিকেএমইএর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এএইচ আসলাম সানি, জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ হিরোকি তোমিতা।
এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাও তোডা, পরিচালক ইয়ুশিকো ইয়গ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন ধাপে জাইকা ১০০ কোটি টাকা ঋণ সুবিধা দেবে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৫ শতাংশ হারে ঋণ নেবে এবং ব্যাংকগুলো কারখানা মালিকদের কাছে সর্বোচ্চ ১০ শতাংশ হারে ঋণ দেবে। অর্থাৎ কারখানা মালিকরা ১০ শতাংশ হারে এ ঋণ সুবিধা পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, রানা প্লাজা ধসের ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ দুর্ঘটনায় আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানতে পেরেছি। জাইকার এ ঋণ সহায়তা পোশাক কারখানাগুলোর মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button