অবৈধ অভিবাসীদের কাজ না দিতে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারী

James Brokenshireঅবৈধ ইমিগ্র্যান্টদের কাজ না দিতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন ইমিগ্রেশন মিনিষ্টার জেমস ব্রোকেনশায়ার। ইমিগ্রেশন মিনিষ্টরা বলেন, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে, যারা বৃটিশ নাগরিকদের কাজ না দিয়ে বৃটেনে কাজের অনুমতি নেই এমন লোকদের কাজ দিয়ে বিভিন্নভাবে সুযোগ নেয়ার চেষ্টা করে। সন্দেহভাজন সেইসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর রাখতে ইমিগ্রেশন অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে ইলিগ্যাল ওয়ার্কারের খোঁজে ইমিগ্রেশন অফিসাররা ক্লিনিং কোম্পানী, বিভিন্ন বিল্ডিং সাইট এবং কেয়ার হোমসে অভিযান চালাবেন বলে জানা গেছে। ইলিগ্যাল ইমিগ্রেশনের বিরুদ্ধে সরকারের এ অভিযান পরিকল্পনার ব্যাপারে মন্তব্য করে লেবার লিডার ইয়েভট কুপার বলেছেন, এ বিষয়ে হোম অফিসের আরো বেশি কিছু করা উচিত।
২০০৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস স্ট্যাডি এক রিপোর্টে জানিয়েছিলেন ইউকেতে প্রায় ৬শ ১৮ হাজার ইরিরেগুলার বাসিন্দা রয়েছেন। আর ২০১০ সালে ক্যাম্পেইন গ্রুপ মাইগ্রেশন ওয়াচ জানিয়েছে ইউকেতে অবৈধ ইমিগ্র্যান্টের সংখ্যা প্রায় ১ দশমিক ১ মিলিয়ন। এসব ইলিগ্যাল ইমিগ্রেশনদের ধরতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এইচএম রেভিনিউ এন্ড কাস্টমস, দ্যা গ্যাংমাস্টারস, লাইসেন্সিং অথোরিটি এন্ড হেলথ এন্ড সেইফটি এক্সিকিউটিভ যৌথভাবে ইলিগ্যাল ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে অভিযান চালাবে। কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইলিগ্যাল ওয়ার্কার ধরতে পারলে ওই ব্যবসা প্রতিষ্ঠান বা ইমপ্লয়ার্সকে ২০ হাজার পাউন্ড জরিমানার নিয়ম রয়েছে বর্তমানে। এছাড়া জেনেশুনে কোনো ইলিগ্যাল ওয়ার্কারকে কাজ দিলে ইমপ্লয়ারকে দু বছরের জেলদন্ডের আইন রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button