বৈশ্বিক শেয়ারবাজারে গ্রিসের গণভোটের প্রভাব

Greekগণভোটে গ্রিসের জনগণ ঋণের জন্য দাতাদের দেওয়া কঠোর শর্তাবলী গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বৈশ্বিক শেয়ারবাজারে প্রভাব পড়েছে। গণভোটের ফল প্রকাশের পর বেশিরভাগ দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও চীনের শেয়ারবাজারে দেখা গেছে বিপরীত চিত্র।
এছাড়া ইউরোজোনের একক মুদ্রা ইউরোর মানেও প্রভাব ফেলেছে গণভোটের ফল। মার্কিন ডলারের বিপরীতে শূন্য দশমিক ৫ শতাংশ দর কমেছে ইউরোর।
এশিয়ার বৃহৎ শেয়ারবাজারগুলোর মধ্যে হংকং স্টক এক্সচেঞ্জে ৩ দশমিক ১৮ শতাংশ দরপতন হয়েছে। এছাড়া টোকিও ২ দশমিক ১৮ শতাংশ, সিউল ১ দশমিক ৮৩ শতাংশ, সিডনি ১ দশমিক ১৮ শতাংশ, ওয়েলিংটনের স্টক মার্কেটে শূন্য দশমিক ৯৮ শতাংশ দরপতন হয়েছে।
অন্যদিকে গ্রিসের গণভোটের ফল প্রকাশের পরও চীন সরকারের একটি ঘোষণায় বড় ধরণের দরবৃদ্ধি ঘটেছে চীনের মেয়ারবাজারে। সাংহাই ও শেনঝেনে বড় কোম্পানিগুলোর শেয়ারের দরে উল্লস্ফন হয়েছে। সবমিলে চীনের শেয়ারবাজারে ৮ শতাংশ দরবৃদ্ধি ঘটেছে সোমবার।
শেয়ারবাজারে উদ্ভূত পরিস্থিতর মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ও জাপানের কেন্দ্রীয় ব্যাংক সোমবার সকালে বৈঠকে মিলিত হওয়ার কথা।
এদিকে গণভোটে গ্রিস ঋণদাতাদের কৃচ্ছ্রসাধন নীতি প্রত্যাখ্যান করার পর উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন ইউরোজোনের বড় দুই অর্থনীতির দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।  সোমবার বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসে তাদের এক বৈঠকে মিলিত হওয়ার কথা।
অপরদিকে গ্রিসের গণভোটের ফলে ‘হতভম্ব’ ইউরোপীয় নেতারা পরবর্তী করণীয় নির্ধারণে আগামীকাল মঙ্গলবার এক বৈঠক ডেকেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button