মার্কিন নজরদারির প্রতিবাদে বিক্ষোভ

Spyingমার্কিন সরকারের অনলাইনে নজরদারি কর্মসূচির প্রতিবাদে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক কন্ট্রাক্টর  এডওয়ার্ড স্নোডেনই এ বছর এই কর্মসূচির বিষয়টি ফাঁস করে দিয়ে সারা বিশ্বে আলোড়ন তুলেছেন। শনিবারের বিক্ষোভে প্রতিবাদকারীরা ‘স্টপ ম্যাস স্পাইয়িং, ‘থ্যাঙ্ক ইউ, অ্যাডওয়ার্ড স্নোডেন’ এবং ‘আনপ্লাগ বিগ ব্রাদার’ লেখা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সমবেত হয়। আয়োজকরা বলেছেন, ২০০০-এর বেশি বিক্ষোভকারী এ সমাবেশে যোগ দিয়েছিলেন। ক্যাপিটল হিল পুলিশ জানিয়েছে, বিক্ষোভ সমাবেশে উপস্থিতির সংখ্যার ব্যাপারে তাদের কাছে সঠিক কোন তথ্য নেই। এ সমাবেশে রাজনৈতিক দলের সদস্য থেকে শুরু করে উদারমনা মানবাধিকার কর্মী এবং রক্ষণশীল টিপাটি আন্দোলনের সদস্যরাও যোগ দিয়েছিলেন। তারা সবাই মার্কিন জনগণের ওপর সরকারের এ নজরদারির কর্মসূচিকে বেআইনি বলে উল্লেখ করেছেন। মাইকেল গিন নামের একজন বিক্ষোভকারী বলেছেন, আমি নিজেরকে রক্ষণশীল বলে মনে করি। রক্ষণশীল কোন ব্যক্তিই চান না সরকার তাদের ওপর নজরদারি করুক এবং সে তথ্য সংরক্ষণ করে পরে ব্যবহার করুক। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, প্রাইভেসি গ্রুপ ইলেক্ট্রনিক ফ্যান্টিয়ার ফাউন্ডেশন, অকুপাই ওয়াল স্ট্রিট এনওয়াই সি এবং লিবার্টেরিয়ান পার্টির মতো প্রায় ১০০ সংগঠন এবং কোম্পানির সমন্বয়ে গঠিত ‘স্টপ ওয়াচিং আস’ নামের একটি জোট এ প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button