নির্বাচনে যাচ্ছে আনোয়ার হোসেন মঞ্জুর জেপি

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আগামী নির্বাচনে অংশ নেবে। শেখ হাসিনার অধীনে সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবে জেপি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে মত বিনিময় সভা শেষে আনোয়ার হোসেন মঞ্জু এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা মনে করি নির্বাচন অনুষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। আমরা চাই দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) অবশ্যই অংশ নেবে। বিএনপি নির্বাচনে না গেলেও জেপি নির্বাচনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, নির্বাচনে কে আসল কে আসল না তা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। উনি করলে আমি করবো, উনি না করলে আমি নেই- এমন নয়। যারা চাইবেন আসবেন, যারা চাইবেন না আসবেন না। এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করে দেয়া যাবে না। অতীতেও সবসময় আমরা একই রকম ভূমিকা নিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ৯৬ ও ৯৮ সালেও আমরা ছিলাম সাংবিধানিক পদক্ষেপের পক্ষে। মহাজোটে যোগ দিচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোটের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আদর্শ আছে। তারা কয়েকটি বিষয়ে একমত হয়ে মহাজোট গঠন করেছে। আমরা মহাজোটের সঙ্গে এক যায়গায় একমত হয়েছি। সেটা হল, গণতান্ত্রিক ব্যবস্থা বহাল রাখতে হলে নির্বাচন হওয়া প্রয়োজন। বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্বাচনের পরের বিষয়। প্রধানদল, বিরোধী দল, বড় বিরোধী দল কিংবা ছোট বিরোধী দল অংশগ্রহণ করল কি না তা বিষয় নয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। এ সময় জেপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিম, মফিজুল হক ও কেন্দ্রীয় নেতা সাজেদ সিদ্দিকী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button